গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৩ | চুয়েট কুয়েট ও রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশের পাঁচটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি  প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেয়। আজকে আমরা এই বিশ্ববিদ্যালয় গুলো নিয়ে আলোচনা করবো।

গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৩|চুয়েট কুয়েট ও রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ 

গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৩

তিনটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের নাম

1.  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

2.  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

3.  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচী

আবেদন ফি ক ইউনিট 1200 টাকা

খ ইউনিট 1300 টাকা

অনলাইনে আবেদন শুরু- ২৪ এপ্রিল ২০২৩

আবেদনের শেষ তারিখ- ০৮ মে ২০২৩

ভর্তি-পরীক্ষার তারিখ- ১২ জুন ২০২৩

                         গ্রুপ পরিচিতি

গ্রুপ- A(ক) ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

গ্রুপ- B(খ) ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ

সমন্বিত প্রকৌশল ভর্তি পরীক্ষার মানবন্টন

                            গ্রুপ-ক

মোট ৫০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ‘ক’ গ্রুপের জন্য।পরীক্ষাটি হবে এমসিকিউ(MCQ=Multiple Choice Question)পদ্ধতিতে।

বিষয়              প্রশ্ন সংখ্যা           নম্বর

পদার্থবিজ্ঞান    25                      150

রসায়ন             25                      150

গণিত               25                      150

ইংরেজি            25                      50

                                        মোট নম্বর = 500

এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এই তিনটি সাবজেক্ট এর জন্য প্রতিটি প্রশ্নের মান হল 6।

মোট নম্বর 25*6=150।

ইংরেজিতে প্রতিটি প্রশ্নের মান হল 2 করে।

নম্বর 25*2=50

                             গ্রুপ ‘খ’

‘খ’ গ্রুপের জন্য মোট ৭০০ নম্বরের ভর্তি পরীক্ষা দুই ভাগে অনুষ্ঠিত হবে।তন্মধ্যে ৫০০ নম্বর হচ্ছে MCQ পদ্ধতিতে। বাকি ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে মুক্ত হস্ত অংকনের জন্য।

এইক্ষেত্রে মানবন্টন

বিষয়              প্রশ্ন সংখ্যা           নম্বর

পদার্থবিজ্ঞান    25                      150

রসায়ন             25                      150

গণিত               25                      150

ইংরেজি            25                      50

মুক্তহস্ত অংকন    4                      200

                                        মোট নম্বর = 700    

ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশে একটি ভুল উত্তরের জন্য ২৫% মার্কস কর্তন করা হবে। অর্থাৎ, চারটি প্রশ্ন ভুল করলে একটি প্রশ্নের মার্কস কাটা যাবে।

গুচ্ছ প্রকৌশল ওয়েবসাইট ঃ- https://admissionckruet.ac.bd/

গুচ্ছ প্রকৌশল ভর্তির আবেদন যোগ্যতা | চুয়েট, কুয়েট,রুয়েট ভর্তির যোগ্যতা

1. শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং শিক্ষার্থীকে ২০২৩ ইং সালে এইচএসসি কিংবা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

2. শিক্ষার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে  এসএসসি কিংবা সমমান পরীক্ষায় GPA 4.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্ট নেই।

3. শিক্ষার্থীকে যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত,রসায়ন, পদার্থবিজ্ঞান ও ইংরেজি বিষয়ের প্রতিটিতেই আলাদাভাবে জিপিএ ৫.০০ পেতে হবে।

এক্ষেত্রে ইংরেজি,পদার্থবিজ্ঞান,রসায়ন এবং গণিত বিষয়ের মোট পয়েন্ট ২০.০০ থাকতে হবে।

4. তবে যেসব শিক্ষার্থী বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএ 4.00 পেতে হবে।

5. বাছাইপর্বের সময় উক্ত চারটি বিষয়ে প্রাপ্ত নম্বরের অগ্রাধিকারে  প্রথম ৩০ হাজার শিক্ষার্থীকে ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং পরবর্তীতে চূড়ান্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।

আরো পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কিভাবে নিবেন?

চুয়েট, কুয়েট এবং রুয়েট ভর্তি পরীক্ষার  মেধাস্থান নির্ণয়

1. ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাস্তার নির্ণয় করা হবে। ‘ক’ বিভাগ তথা ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য একটি মেধা তালিকা নির্ধারণ করা হবে এবং ‘খ’ বিভাগ তথা স্থাপত্য বিভাগের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশিত হবে।

2. শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজ এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরবর্তীতে  বিষয় প্রদান করা হবে। প্রাপ্ত সাবজেক্টের তালিকা ওয়েবসাইটে রোল অনুযায়ী প্রকাশিত হবে।

3. যদি দুই বা তার অধিক প্রার্থী একই নম্বর পায় সেক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান,রসায়ন এবং ইংরেজিতে প্রাপ্ত নম্বরে ভিত্তিতে  প্রার্থীদের মেধা স্থান নির্ধারণ করা হবে।

4. সংরক্ষিত আসনে ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা আলাদা ভাবে প্রকাশ করা হবে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আসন সংখ্যা- ৯২০ টি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আসন সংখ্যা- ১০৬০  টি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আসন সংখ্যা- ১২৩০ টি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচিতি (কুয়েট)

এটা স্থাপিত হয় ১৯৬৭ সালে।বর্তমানে এর আয়তন ১৭.৩৫ একর।

আবাসিক হল সংখ্যা – মোট হল সংখ্যা সাতটি। তন্মধ্যে ছেলেদের হল ছয়টি এবং মেয়েদের হল একটি।

সাবজেক্ট ও আসন সংখ্যা-বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১০৬০ টি আসন রয়েছে।এবং ১৬ টি সাবজেক্ট রয়েছে।

1. Computer Science and Engineering(CSE-120)

2. Electrical and electronic Engineering (EEE-120)

3.Civil Engineering (CE-120)

4.Mechanical Engineering (ME-120)

5.Electronics and Communication Engineering (ECE-60)

6.Mechatronics  Engineering (MTE-30)

7.Industrial Engineering and Management (IEM-60)

8.Energy Science and Engineering (ESE-30)

9.Building Engineering and Construction Management (BECM-60)

10.Materials Science and Engineering (MSE-60)

11. Textile Engineering (TE-60)

12. Leather Engineering (LE-60)

13.Biomedical Engineering (BME-30)

14.Chemical Engineering (ChE-30)

15.Urban and Regional Planning (URP-60)

16.Architecture (40)

আরো পড়ুন: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার জেনে নিন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

এটা স্থাপিত হয় ১৯৬৮ সালে।বর্তমানে এর ক্যাম্পাস ১৬৯ একর। এবং এর হল সংখ্যা হচ্ছে সাতটি।

সাবজেক্ট ও আসন সংখ্যা

বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন ৯২০ টি এবং মোট সাবজেক্ট ১২ টি।

1. Computer Science and Engineering(CSE-130)

2. Electrical and electronic Engineering (EEE-180)

3.Civil Engineering (CE-130)

4.Mechanical Engineering (ME-180)

5.Electronics and Telecommunication Engineering (ETE-60)

6.Mechatronics  and Industrial Engineering (MIE-30)

7.Materials Science and Engineering (MSE-30)

8.Biomedical Engineering (BME-30)

9.Petroleum and Mining Engineering(PME-30)

10.Water Resources Engineering(WRE-30)

11.Urban and Regional Planning (URP-60)

12.Architecture (40)

রাজশাহী প্রকৌশল  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট)

এটি স্থাপিত হয় ১৯৬৪ সালে। বর্তমানে এর ক্যাম্পাস হলো ১৫২ একর।

হল সংখ্যা-বর্তমানে ভার্সিটিতে মোট আটটি হল রয়েছে। তার মধ্যে ছেলেদের জন্য সাতটি হল এবং মেয়েদের জন্য একটি হল রয়েছে।

সাবজেক্ট ও আসন সংখ্যা

আসন সংখ্যা-১২৩০ টি।

1. Computer Science and Engineering(CSE-180)

2. Electrical and electronic Engineering (EEE-180)

3.Civil Engineering (CE-180)

4.Mechanical Engineering (ME-180)

5.Electronics and Telecommunication Engineering (ETE-60)

6.Mechatronics  Engineering (MTE-60)

7.Industrial and Production  Engineering (IPE-60)

8.Architecture (30)

9.Building Engineering and Construction Engineering (BECM-30)

10.Materials Science and Engineering (MSE-60)

11.Electronics and Computer  Engineering (ECE-60)

12.Glass and Ceramic Engineering (GCE-60)

13.Chemical and Food Process Engineering (CFPE-30)

14.Urban and Regional Planning (URP-60)

শেষ কথা 

যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছেন এবং যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া তাদের জন্য গুচ্ছ ইঞ্জিনিয়ারিং হতে পারে সেরা চয়েজ। এখানে আপনি থাকার জন্য পাচ্ছেন হল এবং খাবারের ব্যবস্থা তো রয়েছেই। এছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ বাসের সুবিধা। গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ যদি আপনি চান্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো পড়াশোনা করতে হবে। এবং গণিতে ভালো হতে হবে দ্রুত সময়ের মধ্যে প্রশ্ন সমাধান করার দক্ষতা থাকতে হবে। অলস ভাবে পড়াশুনা করলে  ইঞ্জিনিয়ারিং সেক্টরে না আসাই ভালো। 

আপনি যদি ডেডিকেটেড ভাবে পড়াশোনা করতে পারেন, তাহলে ইঞ্জিনিয়ারিং আপনার জন্য। অবশ্যই পরিশ্রম করার মন-মানসিকতা থাকতে হবে। এবং নিয়মিত ক্লাস উপস্থিত থাকতে হবে। 

আরেকটি বিষয় না বললেই নয়। ইঞ্জিনিয়ারিং এ আপনি পুঁথিগত বিদ্যা নিয়ে বসে থাকলেই হবে না। আপনাকে নিজে নিজে দক্ষ হতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। 

প্রচুর পরিমাণে রিসার্চ করুন আর আপনি যদি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারেন, তাহলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না।

তাই ইঞ্জিনিয়ারিং হোক আপনার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং হোক আপনার ফ্যাশন। যদি আপনি স্বপ্ন এবং ফ্যাশন হিসেবে ইঞ্জিনিয়ারিং  নিতে পারেন তাহলে অবশ্যই আপনি সাকসেস  হবেন। 

আপনার জন্য রইল শুভকামনা

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *