বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (BUP) ভর্তি তথ্য

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (BUP) বিস্তারিত তথ্য 

বিইউপি
বাংলাদেশের ৩১ তম সরকারি বিশ্ববিদ্যালয় হলো বিইউপি যা ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত।  ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী কতৃক পরিচালিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হলো বিইউপি।  বিইউপি অধ্যাদেশ, ২০০৯ আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়। 

বর্তমানে বিইউপিতে সেকেন্ড টাইমারদেরকে সুযোগ দেওয়া হয়৷যে কারণে অনেক শিক্ষার্থীর-ই পছন্দের তালিকায় রয়েছে বিইউপি। 

বিইউপির ইউনিট পরিচিতি নিয়ে সম্পূর্ণ আলোচনা করা  হলোঃ

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ মোট ৪ টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের নাম, ভর্তি যোগ্যতা এবং  কারা আবেদন করতে পারবে তা বিস্তারিত জানাবো। 

বিজনেস স্টাডিজ অনুষদ(FBS):-

ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার উভয় শিক্ষার্থী-ই এখানে আবেদন করতে পারবে। এই অনুষদে বিজ্ঞান,  মানবিক এবং ব্যাবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে৷ এই ইউনিটের আসনসংখ্যা ৫০০ টি।

বিষয়সমূহঃ

১. বিবিএ- সাধারণ 

২.মার্কেটিং 

৩.ম্যানেজমেন্ট 

৪.ফিন্যান্স 

৫.অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম 

মানবন্টনঃ

১.ম্যাথ -৩৫ নাম্বার 

২.ইংলিশ -৩৫ নাম্বার

৩.সাধারণ জ্ঞান-৩০ নাম্বার

মোট নাম্বার ১০০।

নেগেটিভ মার্কিং রয়েছে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫  নাম্বার কাটা যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিট(FST):-

এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। এখানেও সেকেন্ডে টাইমার এবং ফার্স্ট টাইমাররা আবেদন করার সুযোগ পাবে। এই ইউনিটের আসনসংখ্যা ১৫০ টি।

এই ইউনিটের বিষয়সমূহঃ

১.ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইইঞ্জিনিয়ারিং 

২.এনভায়রনমেন্টাল সাইন্স

মানবণ্টনঃ

১. ফিজিক্স -২০ নাম্বার

২.কেমিস্ট্রি -২০ নাম্বার

৩.ম্যাথ / বায়োলজি -২৫ নাম্বার

৪.ইংলিশ -১৫ নাম্বার

টোটাল ৮০ নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। 

আলাদা পাশ করতে হবেনা৷ যার ম্যাথ পছন্দ সে ম্যাথ দাগাবেন এবং বায়োলজি স্কিপ করবেন৷ অনুরূপভাবে যার বায়োলজি পছন্দ সে ম্যাথ স্কিপ করবেন৷ 

এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে৷ অর্থাৎ ৪ টি প্রশ্নের ভুলের জন্য ১ নাম্বার কাটা যাবে।

সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ(FSSS):-

যেসব শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র তারাই এই ইউনিট এ আবেদন করতে পারবেন। এই ইউনিটে টোটাল আসন সংখ্যা ২৫০ টি। এই ইউনিট এর বিষয় সংখ্যা ৩ টি৷

বিষয়সমূহঃ

১.ল(আইন)

২.মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম 

৩ ইন্টারন্যাশনাল রিলেশন

মানবণ্টনঃ 

১.বাংলা-২০ নাম্বার

২.ইংলিশ -৪০ নাম্বার

৩.সাধারণ জ্ঞান -৪০ নাম্বার

টোটাল-১০০ নাম্বার এর নাম্বারের পরীক্ষা হয়ে থাকে।

নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে।

আরো পড়ুন> জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি 

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ(FASS):-

যেসব শিক্ষার্থী এইচএসসি বা সমমান পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছে তারা এই ইউনিটে আবেদন করতে পারবে। অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা সব ইউনিটের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণের সুযোগ পাবে। এই ইউনিট এ আসন সংখ্যা  ৩৫০ টি। নিম্নোক্ত বিষয় সমূহ এই ইউনিটে পড়ানো হয়৷ 

বিষয়সমূহঃ

১.ডিজেস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি। 

২.ইংলিশ

৩.ডেভেলপমেন্ট স্টাডিজ 

৪.ইকোনমিকস 

৫.পাবলিক এডমিনিস্ট্রেশন 

৬.সোশ্যিয়লজি 

মানবণ্টনঃ 

১.বাংলা- ২০ নাম্বার

২.ইংরেজি -৪০ নাম্বার

৩.সাধারণ জ্ঞান -৪০ নাম্বার

টোটাল ১০০ নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। 

বিইউপি মোট আসনসংখ্যা-১২৫০ টি

BUP Website Link:-https://bup.edu.bd/

বিইউপি খরচ 

অন্যান্য পাব্লিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বিউপিতে খরচ তুলনামূলক বেশি। গত বছরের হিসাব অনুযায়ী বিউপিতে আন্ডারগ্র্যাজুয়েট করতে ৪ বছরে মোট খরচঃ

1.BBA Management – 1,40,100৳

2.BBA General -1,40,100৳

3.BBA Marketing -1,40,100৳

4.BBA Accounting -1,40,100৳

5.BBA Finance and Banking -1,40,100৳

6.Development Studies -1,40,100৳

7.English -1,40,000৳

8.Economics-1,33,000৳

9.DHSM-1,42,000৳

10.Sociology -1,40,100৳

11.Public Adminstration -1,40,100৳

12.ICT-1,37,000৳

13. Environmental Science -1,41,000৳

14.IR -1,43,000৳

15.Law-1,43,000৳

16.MC and J-1,43,000৳

বিউপির সবগুলো কোর্স মোটামুটি দেড় লাখের মধ্যে। অনেকে বিউপিকে প্রাইভেট ভাবতে পারেন। পাবলিক অন্যান্য বিশ্ববিদ্যালয়  থেকে খরচ বেশি হলেও এটি সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয়। বিইউপি যেহেতু সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত হয় সেহেতু নিয়মকানুন কঠোর বললেই চলে। এখানে রাজনীতি একদমই নিষিদ্ধ। এছাড়াও র্যাগিংসহ অন্যায় অপকর্ম এখানে একদমই কম। আপনার সামর্থ্য থাকলে আপনি বিইউপিতে এডমিশন নিতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *