তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ

একাদশ-দ্বাদশ শ্রেণীর আইসিটি বহুনির্বাচনি প্রশ্নগুলো জেনে নিন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ

১. কী? 

Radio Frequency Identyfication

Radar Frequency Identyfication

Ray Frequency Identyfication

Raid Frequency Identyfication


২. গাড়ির গতি নিয়ন্ত্রণ ও রেজিস্ট্রেশন পরীক্ষণে নিচের কোন প্রযুক্তিটি কার্যকর?

Wi-Fi

WIMAX

Internet

Network 


৩. যোগাযোগের ক্ষেত্রে কোন মাধ্যমটি আমাদের দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে?

সড়ক যোগাযোগ

রেলপথ যোগাযোগ

নৌপথ যোগাযোগ

আকাশপথ যোগাযোগ


৪. সারাবিশ্বে নিরাপত্তা ব্যবস্থায় ICT এর ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বিশেষ করে অপরাধ কার্যক্রম প্রতিরোধে বায়োমেট্রিক্স প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে।

 i. আইরিশ স্ক্যানিং


ii. কণ্ঠস্বর শনাক্তকরণ iii. পাসওয়ার্ড ব্যবহার


নিচের কোনটি সঠিক

i ও iii  


৫. ট্রান্সজিক কী?


DNA-এর উৎস

DNA পরিবর্তনজনিত জীবের নতুন বৈশিষ্ট্য

DNA-কে ছেদন করার এনজাইম

উপরের কোনোটিই নয়



৬. দূরবর্তী দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদান-প্রদানের আধুনিক প্রযুক্তি কোনটি?


পোস্ট অফিস 

টেলিগ্রাম

টেলিফোন

 ই-মেইল


৭. দ্রুতগতিতে এবং কম খরচে ব্যবসা পরিচালনার পদ্ধতি কোনটি? 

ই-মেইল

ই-কমার্স 

ভিডিও কনফারেন্সিং

ইন্টারনেট


৮. অনলাইনে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা যায়— 


ই-মেইলের মাধ্যমে

ফ্যাক্সের মাধ্যমে

মোবাইলের মাধ্যমে

পোস্ট অফিসের মাধ্যমে


৯. ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে উপার্জন করা যায়-


কুটিরশিল্প তৈরি করে 

আউটসোর্সিং করে

জমিতে ফসল চাষ করে

পোস্ট অফিসের মাধ্যমে


১০. নিচের কোনটি সরাসরি কথার মাধ্যমে যোগাযোগের সফটওয়্যার?


স্কাইপি 

ইয়াহু মেসেঞ্জার

উপরের সবগুলোই

গুগল টক


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ


১১. নিচের কোনটি ওয়েব ব্রাউজার? 


মাইক্রোসফট আউটলুক

অ্যাক্রোবেট রিডার

মজিলা ফায়ারফক্স

গুগল টক


১২. কোনো দেশকে স্বপ্ন সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিম্নের কোন উপাদানের উপস্থিতি আবশ্যক?


খেলাধুলা

ব্যবসায়-বাণিজ্য

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ব্যাংক ব্যবস্থা


১৩. যোগাযোগ ব্যবস্থার অবর্ণনীয় পরিবর্তনের একটি মাইলফলক হচ্ছে-

বিশ্বগ্রাম

বাস

ট্রেন

ফোন


১৪. বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক?


ইন্টারনেট

কম্পিউটার 

মডেম

সবগুলো


১৫. বিশ্বগ্রামের ধারণা কত সালে বাস্তব রূপ নেয়া


১৯৬৯

১৯৭০

১৮৭১


১৬. কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে?


ইন্টারনেট 

তথ্যপ্রযুক্তি

বিশ্বগ্রাম


১৭. কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে?


অনলাইন

DHL 

মোবাইল ডাক ব্যবস্থা


১৮. ই-কমার্স নিম্নের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে? 


ব্যবসায়-বাণিজ্য

বাসস্থান 

মহাকাশ অভিযান

চিকিৎসা


১৯. ক্রায়োসার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয়ে ব্যবহৃত হয়?


উচ্চ রক্তচাপ

এইডস

চামড়ার ক্যানসার

হার্ট-অ্যাটাক


২০. আঙুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে?


জেনেটিক টেকনোলজি 

ইনফরমেটিক্স

বায়োইনফরমেটিক্স

বায়োমেট্রিক্স


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ


২১. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়েও ঘরে বসে যেকোনো ক্লাসে অংশগ্রহণ করতে পারেন।


ইন্টারনেট 

যোগাযোগ

শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্বাবধান

 ই-কমার্স


২২. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিম্নের কোনটিকে বাস্তব মনে করেন?


ত্রি-মাত্রিক ছবি 

টিভির ছবি

ভার্চুয়াল রিয়েলিটি

রিয়েলিটি শো


২৩. ভার্চুয়াল রিয়েলিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়ার ব্যবহার, যা নিম্নোক্ত কোন অবস্থার সৃষ্টি করে?


বাস্তব জগতে থাকা

অবাস্তব জগতে থাকা

অদ্ভুত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া। 

প্রভাবিত হওয়া


২৪. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়।


কম্পিউটার

তথ্য ব্যবস্থা

বিহেভিয়ার

এনভায়রনমেন্ট


২৫. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে-


নলেজ বেজড সিস্টেম

নলেজ সিস্টেম 

ইন্টারনেট সিস্টেম

কম্পিউটার সিস্টেম


২৬.মাইসিন কোন প্রকৃতি কৃত্রিম ব্যবস্থা?


চিকিৎসা

বাসস্থান 

যোগাযোগ 

কর্ম


আপনারা উপরিউক্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ গুলো পড়ে নিন। আশা করি পরীক্ষায় কমন পাবেন।

Previous Post Next Post