অর্থের সময়মূল জ্ঞানমূলক প্রশ্ন | ফিন্যান্স ও ব্যাংকিং

অর্থের সময়মূল জ্ঞানমূলক প্রশ্ন: ফিন্যান্স ও ব্যাংকিং 

অর্থের সময়মূল্য জ্ঞানমূলক প্রশ্ন


BBA Principles of Finance Question 


(১) এজেন্সি ব্যয় কী? (What is agency cost?)

উত্তর : এজেন্সি সমস্যা কমানো বা নিয়ন্ত্রণের জন্য

শেয়ারহোল্ডারগণের যে ব্যয় বহন করতে হয় তাকে এজেন্সি ব্যয় বলে।

(২) শূন্য কুপন বন্ড কী? (What is zero coupon bond?)

উত্তর : যে বণ্ড ইস্যুর সময় অভিহিত মূল্যের চাইতে কম টাকায় ইস্যু করা হয় কিন্তু মেয়াদপূর্তিতে অভিহিত মূল্য পরিশোধ করা হয় সেই বণ্ডকে জিরো কুপন বণ্ড বলে।

(৩) অবিরত চক্রবৃদ্ধিকরণ কী? (What is continuous compounding?)

উত্তর : বছরের অনির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাইক্রো সেকেন্ডে চক্রবৃদ্ধিকরণকে অবিরত চক্রবৃদ্ধিকরণ বলে।

(৪) বিটা সহগ ০.৮৫ বলতে কী বুঝ? (What do you mean by B 0.852)

উত্তর : বিটা সহগ ০.৮৫ বলতে বুঝায় যে, কোনো নির্দিষ্ট কোম্পানির ঝুঁকি গড় বাজার ঝুঁকি এর ০.৮৫ অর্থাৎ গড় বাজার ঝুঁকি এর চেয়ে কম।

(৫) কল প্রিমিয়াম কী? (What is call premium?)

উত্তর : মেয়াদপূর্তির পূর্বে লিখিত মূল্য থেকে যতটুকু বেশি মূল্যে বন্ড পূনঃক্রয় করা হয় তাকে কল প্রিমিয়াম বলে।

(৬) WACC কী? (What is WACC?)

উত্তর : সংগৃহীত বিভিন্ন মূলধনের ভিত্তিতে সকল উৎসের সমন্বয়ে গঠিত মোট মূলধনের সামগ্রিক ব্যয়কে গুরুত্বপ্রদত্ত গড় মূলধন ব্যয় বলে।

(৭) পূর্ণরূপ লিখ : BSEC (Elaborate: BSEC.)

উত্তর : BSEC এর পূর্ণরূপ Bangladesh Securities and Exchange Commission.

(৮) ভাসমান বন্ধক কী? (What is floating lien?)

উত্তর : ঋণ গ্রহীতা কোনো নির্দিষ্ট মজুদ পণ্য বন্ধক না দিয়ে মজুদ পণ্যের অধিকার ঋণদাতাকে দিয়ে যে ঋণ

গ্রহণ করে তাকে ভাসমান বন্ধক বলে ।

(৯) মূলধন রেশনিং কী? (What is capital rationing?)

উত্তর : যে পদ্ধতি দ্বারা একটি ফার্ম তার সীমাবদ্ধ তহবিল

সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারে সে পদ্ধতিই হলো মূলধন রেশনিং।

(১০) মূলধন বাজার কী?

উত্তর : যে বাজার দীর্ঘমেয়াদী তহবিলের যোগানদাতা ও সংগ্রহকারীর মধ্যে লেনদেন সম্পন্ন করতে সক্ষম তাকে মূলধন বাজার বলে।

(১১) ক্রেডিট রেটিং কী?

উত্তর : সরকার ও কোম্পানির বন্ড বা সিকিউরিটি বা অন্যান্য ঋণপত্রের যে বিভিন্ন গ্রেটিং থাকে তাকে ক্রেডিট রেটিং বলে।

(১২) ঘূর্ণায়মান ঋণ কী?

উত্তর: যে সমস্থ ঋণ, ঋণ গ্রহীতার নিকট আদায় করা যায় না বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আদায় করা হয়ে থাকে সেই প্রাপ্য ঋণকে

ঘূর্ণায়মান ঋণ বলে ।

(১৩) কাম্য মূলধন কাঠামো কী?

উত্তর : যে মূলধন কাঠামোর মূলধন ব্যয় সর্বনিম্ন এবং শেয়ারের বাজারমূল্য বেশী থাকে সে মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে।

(১৪) সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কী?

উত্তর: যে শেয়ারের মালিকানা প্রতিবছর মুনাফা হতে একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় এবং কোনো বছর মুনাফা না হলেও ঐ বছরের কোনো লভ্যাংশ সঞ্চিত আকারে পরবর্তীতে পায় তাকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে।

(১৫) বন্ড ইনডেঞ্চার কী?

উত্তর : ঋণপত্রের মেয়াদ ইস্যুর তারিখ, কোম্পানির দায়িত্ব,বন্ডহোল্ডারের অধিকার প্রভৃতি উল্লেখ করে যে দলিল তৈরি করা

হয় সেটাই বন্ড ইনডেঞ্চার।

(১৬) সেতু অর্থায়ন কী?

উত্তর : নতুন কোনো কোম্পানি যখন মার্কেট থেকে অর্থায়ন করতে চায় এবং ঐ অর্থায়ন যখন Underwriter করে দেয় তখন তাকে

সেতু অর্থায়ন বলে।

(১৭) দক্ষ পোর্টফোলিও কী?

উত্তর : বিনিয়োগের ঝুঁকি হ্রাস ও স্থির আয় অর্জনের জন্য বা লক্ষে একটি মাত্র লগ্নিপত্রে বিনিয়োগ না করে একাধিক লগ্নিপত্রে বিনিয়োগকে দক্ষ পোর্টফোলিও বলে।

(১৮) মিশ্র নগদ প্রবাহ কী?

উত্তর : কোনো বিনিয়োগ থেকে অর্জিত নগদ অন্তঃপ্রবাহের পরিমাণ অসমান হলে তাকে মিশ্র নগদ প্রবাহ বলে।

(১৯) মুনাফা অর্জন সূচক কী?

উত্তর: কোন প্রকল্পের ভবিষ্যৎ নগদ আস্তঃপ্রবাহসমূহের বর্তমান মূল্যকে প্রারম্ভিক বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই মুনাফা অর্জনের সূচক (PI)

(২০) কার্যকর সুদের হার কী?

উত্তর : যে সুদ প্রকৃত অর্থে পরিশোধ বা গৃহিত হয়, তাই কার্যকরী সুদের হার।

(২১) সম্পদ সর্বাধিকরণ কী?

উত্তর : শেয়ারমূল্য ফার্মের শেয়ার মালিকদের সম্পদ,কাজেই শেয়ারমূল্য বৃদ্ধিকেই সম্পদ সর্বাধিকরণ বলে।

(২২) ব্যবসায় ঋণ কী?

উত্তর : ধারে ক্রয়-বিক্রয়ের ফলে যে ঋণের উদ্ভব হয় তাকে ব্যবসায় ঋণ বলে।

(২৩) সময় রেখা কী?

উত্তর : সময়ের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা যে রেখা বা লাইনের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সময় রেখা বা টাইম লাইন বলা হয়।

(২৪) মধ্যমেয়াদি অর্থায়ন কী?

উত্তর : স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থায়নের মধ্যবর্তী সময়ের জন্য যে অর্থ সংগৃহীত হয় তাকে মধ্যমেয়াদি অর্থসংস্থান বলে।

(২৫) অর্থের সময়মূল্য কী?

উত্তর: সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে।

(২৬) EPS কি?

উত্তর: শেয়ার প্রতি বাৎসরিক আয় যা শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় তাকে EPS বলা হয় ।

(২৭) আর্থিক বাজার কি?

উত্তর: যে ফোরাম তহবিলের সরবরাহকারী ও সংগ্রহকারী প্রত্যক্ষভাবে লেনদেন করতে পারে তাকে আর্থিক বাজার বলে ।

(২৮) দায় মালিকানা অনুপাত কি?

উত্তর : একটি প্রতিষ্ঠানের মোট মূলধনের মধ্যে নিজস্ব তহবিল এবং ঋণকৃত মূলধনের অনুপাতকে দায়মালিকানা অনুপাত বলে। 

(৩০) অগ্নি অনুপাত কি?

উত্তর : অগ্নি সম্পত্তি ও অগ্নি দায়ের অনুপাতকে অগ্নি অনুপাত বলা হয়।

(৩১) PVIF কি?

উত্তর : নির্দিষ্ট সুদের হারে (বাট্টার হারে) ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের ১ টাকা বাট্টা করলে বর্তমানে যে বাট্টাকৃত মূল্য পাওয়া যায় তাকে বর্তমান মূল্য গুণক (Present Value Interest Factor) বলে।

(৩২) চক্রবৃদ্ধি সুদ কি?

উত্তর : কোন বিনিয়োগ প্রকল্পের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের প্রক্রিয়াকে চক্রবৃদ্ধি সুদ বলে।

(৩৩) কুপন হার কাকে বলে? 

উত্তর: বন্ডে যে সুদের হার উল্লেখিত থাকে তাকে কুপন হার বলে।

(৩৪) মূলধন রেশনিং বলতে কি বুঝ?(

উত্তর: যে পদ্ধতিতে একটি ফার্ম তার সীমাবদ্ধ তহবিল সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারে সে পদ্ধতিই হলো মূলধন রেশনিং। 

(৩৫) মুনাফা সর্বাধিকরণ কী?

উত্তর: প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকরণকেই মুনাফা সর্বাধিকরণ বলে।

(৩৬) অনুপাত বিশ্লেষণ কি?

উত্তর: দুটি প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের সংখ্যাগত প্রকাশকেই অনুপাত বিশ্লেষণ বলে।

(৩৭) SEC এবং DSE এর পূর্ণরূপ লিখ।

উত্তর: SEC এর পূর্ণরূপ হলো- Security & Exchange Commission.

DSE এর পূর্ণরূপ হলো- Dhaka Stock Exchange

(৩৮) আর্থিক পরিকল্পনা কি?

উত্তর : অর্থসংগ্রহ অর্থের খাতওয়ারী বন্টন, অর্থের সদ্ব্যবহার এবং অর্থ সম্পদের রক্ষণাবেক্ষণ প্রভৃতি এসব কার্যাবলি ব্যবস্থাপনাকেই আর্থিক পরিকল্পনা বলে ।

(৩৯) FASB-এর পূর্ণাঙ্গ রূপ কি?

উত্তর : FASB এর পূর্ণরূপ হলো- Financial

Accounting Standard Board.

(৪০) বার্ষিক বৃত্তি কি?

উত্তর: একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি নির্দিষ্ট সময় অন্তর,একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান বা প্রাপ্তিকে বার্ষিক বৃত্তি বলে ।

(৪১) গড় আদায়-সময় কি?

উত্তর: প্রাপ্য হিসাব সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময়ের গড়কে গড় আদায়-সময় বলে ।

(৪২) Rule 72 বা “৭২” বিধি কি?

উত্তর: বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে বা কত % সুদের হারে কোন আসল টাকা দ্বিগুণ হবে সেটি দ্রুত হিসান করার অন্যতম কৌশল হলো Rule 72। 

(৪৩) সুযোগ ব্যয় কি?

উত্তর : বিকল্প বিনিয়োগ বা বাতিলকৃত বিনিয়োগ থেকে সম্ভাব্য আয়ই হচ্ছে গৃহীত বিনিয়োগের জন্য সুযোগ ব্যয়।

(৪৪) IOS কি?

উত্তর: বিভিন্ন প্রকার Interest rate of return (IRR) একটি কোম্পানি কি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে তার তালিকাকেই IOS বলে।

(৪৫) বিনিয়োগ সিদ্ধান্ত কি?

উত্তর : একটি প্রতিষ্ঠানের একাধিক বিনিয়োগ সুযোগ থাকলে সাধারণত কম ঝুঁকি সম্পন্ন এবং অধিক আয় বা রিটার্ণযুক্ত বিনিয়োগ সুযোগসমূহ গ্রহণের সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয়।

(৪৬) পরিচালন লিভারেজের মাত্রা বলতে কি বুঝ?

উত্তর : পরিচালন লিভারেজের সংখ্যাগত পরিমাপ হল পরিচালন লিভারেজের মাত্রা।

Previous Post Next Post