এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ০১,০২,০৩ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ০১,০২,০৩ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আমরা শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে নিজে এইচএসসি ২০২৪ এর আইসিটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর দিয়েছি আমরা আশা করি এগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন।

এইচএসসি ২০২৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়  ০১,০২,০৩ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর


{getToc} $title={Table of Contents} $count={Boolean}

এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ

১. ন্যানোটেকনোলজি কি?

উওর: বিজ্ঞানের যে শাখায় ন্যানো পার্টিকেলস নিয়ে গবেষণা করা হয়। ন্যানোস্কালে গিয়ে বস্তুর পা পদার্থের গঠন বৈশিষ্ট্য আকৃতি পরিবর্তন ও এদের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় তাকে ন্যানোটেকনোলজি বলে।

২. CAD কি?

উওর: CAD হলো Computer Aided Design।

৩. ভার্চুয়াল রিয়েলিটি কি?

উওর: ভার্চুয়াল রিয়েলিটি অর্থ হচ্ছে কৃত্তিম বাস্তবতা। অর্থাৎ যেটা আমাদের কাছে বাস্তবতার মত মনে হবে কিন্তু প্রকৃত পক্ষে অবাস্তবাক কৃত্রিম তাই ভার্চুয়াল রিয়েলিটি।

৪. ক্রায়োসার্জারি কি?

উওর: ক্রায়োসার্জারি হল কাটাছেঁড়া বিহীন এক অত্যাধুনিক পদ্ধতি যা তাপমাত্রার। Cryogenic Agent প্রয়োগের মাধ্যমে অস্বাভাবিক ও অপ্রত্যাশিত কোষ কলা ধ্বংসের কাজে ব্যবহৃত হয়।


৫. ক্রায়োজেনিক এজেন্ট কি?

উওর: ক্রায়োসার্জারিতে ও সার্জারিতে ব্যবহারিত তরল N2, Ar, O2, Co2 ইত্যাদি গ্যাসকে Cryogenic Agent বলে।

৬. স্মার্ট হোম কি?

উওর: স্মার্ট হোম হল এমন একটি বাসস্থান ব্যবস্থা যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে যেকোন স্থান থেকে কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম সহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়।

৭. ই-কমার্স কি?

উওর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে পলিচারিত যেকোনো ধরনের ব্যবসায়ী কার্যক্রমকেই ই-কমার্স বলা হয়।

৮. ক্রায়োপ্রোব কি?

উওর: যে সূচলো অন্যের সাহায্যে আক্রান্ত স্থানে ক্রয়োজেনিক এজেন্ট প্রবেশ করানো হয় তাকে ক্রায়োপ্রোব বলে।

এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ০১

৯. বায়োমেট্রিক্স কাকে বলে?

উওর: বায়োমেট্রিক হল এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়।

১০. রোবটিক্স কি?

উওর: কম্পিউটার নিয়ন্ত্রিত সক্রিয় ব্যবস্থায় যা মানুষের নির্দেশনা অনুযায়ী চলে তাকে রোবট বলে। রোবট সংক্রান্ত যাবতীয় জ্ঞানই রোবটিক্স।

১১. কৃত্রিম বুদ্ধিমত্তা কি?

উওর: মানুষের চিন্তা-ভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে রূপদান করাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা।


Read More : মাসি পিসি গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর



১২. হ্যাকিং কি?

উওর: সাধারণত অনুমতি ব্যতীত কোন কম্পিউটার নেটওয়ার্কের প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোন কম্পিউটারকে মহোচ্ছন্ন করে তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে।

HSC ICT অধ্যায়-০১ সকল জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

১৩. ভিডিও কনফারেন্সিং কি?

উওর: একাধিক ভৌগোলিক স্থানে অবস্থান করে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতির সাহায্যে ভিডিও তথ্য আদান-প্রদানের মাধ্যমে গড়ে ওঠা যোগাযোগকে ভিডিও কনফারেন্সিং বলে।

১৪. বায়োইনফরম্যাট্রিক্স কি?

উওর: বায়ো ইনফরম্যাট্রিক্স হলো কম্পিউটার সফটওয়্যার ও পরিসংখ্যা কৌশল ব্যবহার করে গ্রহণ করে বিশ্লেষণের মাধ্যমে জৈব গবেষণায় ব্যবহৃত একটি উন্নত পদ্ধতি যা জৈব গবেষণার কাজকে ত্বরান্বিত করে।

এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ আইসিটি অধ্যায় ০২ জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর

১. পিকোনেট কি?

উওর: পিকোনেট হল ব্লুটুথ নেটওয়ার্কের গাঠনিক ও কার্যকরী একক।


২. ডি মডুলেশন কি?

উওর: এনালগ সিগন্যাল ও ডাটা কে প্রেমের সাহায্যে ডিজিটাল সিগন্যাল ও ডাটা রূপান্তরকে ডিমডুলেশন বলে।


৩. WiMax কি?

উওর: WiMax হলো Worldwied Interoperability For WiMax Access যা HOTSPOT নামে পরিচিত।

৪. ডেটা চলাচলের মাধ্যম কি?

উওর: উৎস হতে গন্তব্য ডাটা কে পৌঁছে দিলে যে মাধ্যমের মাধ্যমে কাজ করে তাকেই ডাটা চলাচলের মাধ্যম বলে।

৫. রাউটার কি?

উওর: রাউটার একটি নেটওয়ার্কিং ডিভাইস যা আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে ডাটার আদান প্রদান করে একই প্রটোকল ভুক্ত এক বা একাধিক নেটওয়ার্ক বা সাব নেটওয়ার্ক রাউটার এর মাধ্যমে সংযুক্ত করে এর সম্প্রসারণ ঘটান সম্ভব।

৬. ডেটা ট্রান্সমিশন মেথড কি?

উওর: এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডাটা বিন্যাস এর মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়াকে ডাটা ট্রান্সমিশন মেথড বলে।

৭. ব্রান্ডউইথ কি?

উওর: এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রতি একক সময় যে পরিমাণ টাকা স্থানান্তরিত হয় তাকে ব্র্যান্ডউইথ বলে।

৮. ক্লাউড কম্পিউটিং কি?

উওর: বিভিন্ন ধরনের রিসোর্স যেমন নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ,সফটওয়্যার, হার্ডওয়ার, প্রোগ্রাম সেবা, প্রভৃতি চাহিদা মত এবং প্রয়োজন মাফিক দাতা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ বা ভাড়ার বিনিময়ে অনলাইন ভিত্তিক ব্যবহার করার সুবিধা বা ব্যবস্থাকে ক্লাউড কম্পিউটিং বলা হয়।

এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ ICT অধ্যায় ০২ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৯. ফুল ডুপ্লেক্স কি?

উওর: যে ডাটা ট্রান্সমিশন মোডে উভয়দিকে যোগ্য পথে ডাটা প্রবাহ সম্ভব অর্থাৎ উভয়পক্ষ একই সময়ে তথ্য আদান-প্রদান ও গ্রহণ করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স বলে।


Read More : এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ - রসায়ন প্রথম পত্র অধ্যায় ৩ MCQ প্রশ্ন ও উত্তর


১০. ব্লুটুথ কি?

উওর: ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল যা রেডিও ওয়েব ব্যবহার করে ও দূরত্বে ডাটা আদান-প্রদান করে।

১১. ডাটা ট্রান্সমিশন মোড কি?

উওর: ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস হতে গন্তব্য ডাটা পাঠানোর জন্য বাহের দিখোর ডাটা ট্রান্সমিশন মোড।

১২. রোমিং কি?

উওর: যখন কোন মোবাইল ফোন তার নিজস্ব হোম নেটওয়ার্ক থেকে বের হয়ে যাওয়ার ফলে অন্য নেটওয়ার্কে সেবা গ্রহণ করে তাকে রোমিং বলে।

১৩. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি?

উওর: যে নেটওয়ার্কের সকল কম্পিউটারে তাতে একই স্থানে অনুসারে সার্ভার বা ক্লায়েন্ট হিসেবে করে তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলে।

১৪. মাল্টিকাস্ট ট্রান্সমিশন কি?

উওর: মাল্টি কাস্ট মডে নেটওয়ার্কের নোট থেকে ডাটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডো গ্রহণ করতে পারে। শুধুমাত্র একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে

১৫. কম্পিউটার নেটওয়ার্ক কি?

উওর: পরস্পর ডেটা আদান-প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটার কোন যোগাযোগ মাধ্যম দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।

১৬. ডাটা কমিউনিকেশন কি?

উওর: তেরো খতে গ্রাহক পর্যন্ত ডিজিটাল মাধ্যমে সঞ্চালনেরকে ডেটা কমিউনিকেশন বলে।

১৭. রাউটার কি?

উওর: রাউটার একটি নেটওয়ার্কিং ডিভাইস যা উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারের ডাটা প্যাকেট পৌঁছে দেয়।

১৮. টপোলজি কি?

উওর: একটি নেটওয়ার্ক এ ফিজিক্যাল ডিভাইস বা কেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কের পরস্পরের সাথে সংযুক্ত থাকে বলা হয় টপোলজি।

HSC ICT ০২ অধ্যায়ের গুরত্বপুর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৯. ব্রিজ কি?
উওর: ব্রিজ হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্কের সংযুক্ত করে থাকে।

২০. ল্যান কি ?

উওর: একটি নির্দিষ্ট ক্যাম্পাস বা ভবনের একই তলায় অবস্থিত অথবা একই ভবনে কাছাকাছি ফ্লোরে কম্পিউটারের মধ্যে স্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থাকে লেন বলে।

২১. ডাটা কমিউনিকেশন মোড কাকে বলে?

উওর: ডাটা কমিউনিকেশন এর সময় থেকে গ্রাহকের ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে ডেটা কমিউনিকেশন মোড বলে।

২২. সুইচ কি?

উওর: সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাই যার সাহায্যে নেটওয়ার্কে কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রিকভাবে যুক্ত থাকে সুইচ প্রেরক থেকে তোর ডাটা সুনির্দিষ্ট পোর্টে পৌঁছে দেয়।

২২. হটস্পট কি?

উওর: হটস্পট হলো এক ধরনের কমিউনিকেশন নেটওয়ার্ক এস পয়েন্ট যা ল্যাপটপ, নোটবুক, স্মার্ট ফোন, কম্পিউটার ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ প্রদান করে।

তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. কাউন্টার কাকে বলে?

উওর: কাউন্টার একটি বিশেষ প্রকারের Sequential Integrated Circuit, যা এতে পদত্ব ক্লক পালসের সংখ্যা গণনা করতে পারে।

২. চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে?

উওর: শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে একত্রে চিহ্নযুক্ত সংখ্যা বলে।

৩. এন কোডার কাকে বলে?

উওর: 2n সংখ্যক বিভিন্ন ইনপুট এর প্রত্যেকের এনবিট মিনারি কোডে রূপান্তরের উদ্দেশ্যে 2n Line - to n Line ডিজিটাল সমন্বিত বর্তনের ডিভাইসকে এন কোডার বলে।

৪. অ্যাডার কি?

উওর: অ্যাডার হল এমন একটি সমবায় সমন্বিত বর্তনী যা বাইনারি যোগর কাজ করে।

এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ ICT অধ্যায় ৩ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৫.রেজিস্টার কি?

উপর: রেজিস্টার হল একগুচ্ছ ফ্লিপ - ফ্লপ এর সমন্বয়ে গঠিত একপ্রকার মেমোরি ডিভাইস।

৬. ফ্লিপ - ফ্লপ কি?

উওর: একটি বিশেষায়িত ডিজিটাল বর্তনী যা যেকোনো একটি বিট ধারণ করতে পারে এবং দ্রুত পরিবর্তন করতে পারে।

৭. ভিত্তি কি?

উওর: স্থানিক সংখ্যা পদ্ধতির একটি নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা গঠন করতে যতগুলো মৌলিক তিক অর্থাৎ অংক ব্যবহার করা যায় রেস্ট সংশ্লিষ্ট সংখ্যা পদ্ধতি ভিত্তি বলা হয়।

৮. কাউন্টারের মোড নাম্বার কি?

উওর: কাউন্টার লজেকে সিকুয়েন্সের মোট তে উক্ত কাউন্টারের মোড নাম্বার বলে।

HSC ICT অধ্যায়-৩ সকল জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

৯. সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝ?

উওর: সংখ্যা প্রতীক এর মাধ্যমে প্রকাশ, গণনা ও হিসাবের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।

১০. পজিশনাল সংখ্যা পদ্ধতি কি?

উওর: যে সংখ্যা পদ্ধতিতে ডিজিটগুরু নিজস্ব মান ছাড়াও অবস্থানের ভিত্তিতে এদের স্থানীয় মানও থাকে তাকে পজিশনাল সংখ্যাপদ্ধতি বলে।

১১. বাইনারি সংখ্যা পদ্ধতি কি?

উপর: যে সংখ্যা পদ্ধতিতে দুটি অংক (০,১) ব্যবহৃত হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে।

১২. সত্যক সারণি কি?

উওর: চলকের বিভিন্ন মানকে ইনপুট এবং ফাংশন এর মান কে আউটপুট হিসেবে ধরে যে সারণীতে একত্রে প্রকাশ করা হয় উনি বলে।

১৩. বুলিয়ান স্বত্তসিদ্ধ কি?

উওর: বুলিয়ান অ্যালজেবরার ওগো কোন এর জন্য বিশেষ কিছু নিয়ম হিসেবে মেনে নেওয়া হয় বুনু কে বলা হয় বুলিয়ান স্বওসিদ্ধ।

১৪. ডিকোডার কি?

উওর: ডিকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল সার্কিট টুইটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে অর্থাৎ ডিকোডার ডিজিটাল সিগন্যাল কে এনালগ সিগন্যাল রূপান্তরিত করে।

HSC ICT ৩ অধ্যায়ের গুরত্বপুর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৫. 2`এর পরিপূরক কি?

উওর: কোন বাইনারি সংখ্যায় প্রতিটি বিট কে পুরো করে উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলা হয়। বাইনারি সংখ্যাকে এক এর পরিপূরক তার সাথে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলা হয়।


Read More : বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর 


১৬. বুলিয়ান অ্যালজেবরা কি?

উওর: জর্জ বুল সর্বপ্রথম গাণিতিক ও ইলেকট্রনিক যুক্তির মাধ্যমে সম্পর্ক আবিষ্কার করে। গাণিতিক ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেবরা তৈরি করেন। যাকে বুলিয়ান অ্যালজেবরা বলা হয়।

জ্ঞানমূলক প্রশ্ন ict | hsc ict suggestion


আমরা আশা করছি আমাদের উপরে দেওয়া তথ্য অনুযায়ী আপনারা যদি এগুলো পড়েন তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরীক্ষায় কিছু হলেও কমন পাবেন। এইরকম আরো অন্যান্য সাবজেক্টে তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখুন।

New comments are not allowed.*

Previous Post Next Post