এইচএসসি প্রশ্নব্যাংক ২০২৪ রসায়ন ২য় পত্র - অধ্যায় ১ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ রসায়ন ২য় পত্র অধ্যায় ১ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

এইচএসসি প্রশ্নব্যাংক ২০২৪ রসায়ন ২য় পত্র অধ্যায় ১ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

{getToc} $title={Table of Contents} $count={Boolean}

এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ রসায়ন ২য় পত্র অধ্যায় ১ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

নিম্নে আমরা আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করার জন্য নিচে এইচএসসি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহকারে লিখে সাজিয়েছি আশা করি এই প্রশ্নগুলো পড়লে আপনাদের পরীক্ষায় কিছুটা হলেও কমন পড়ার সম্ভাবনা থাকবে তো আর কি দেরি না করেই হাতে কিছুটা সময় নিয়ে আমাদের দেওয়া নিচে প্রশ্নগুলো একবার পড়ে নিন । 

১. এসিড বৃষ্টি কি?

উওর: বৃষ্টির পানিতে PH এর মান 5.6 এর কম হলে ওই বৃষ্টি কে এসিড বৃষ্টি বলে।

২. BOD কি?

উওর: পানিতে উপস্থিত বিয়োজনযোগ্ জৈব পদার্থের জৈব বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা অধিকার ( Biological Oxygen Demand) বা সংক্ষেপে BOD বলা হয়।

৩. RMS কি?

উওর: নির্দিষ্ট তাপমাত্রায় কোন পাত্র উপস্থিত অনুর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে RMS বলে।

৪. মৌল ভগ্নাংশ কাকে বলে?

উওর: কোন গ্যাস মিশ্রণের একটি উপাদানের মৌল সংখ্যার সাথে ওই মিশ্রণের উপস্থিতি সব উপাদানের মোট মৌল সংখ্যার অনুপাতকে উপাদানের মূল্য ভগ্নাংশ বলে।

৫. COD কি?

উওর: কোন নমুনা ভোজ্য পানিতে বিদ্যমান রাসায়নিক পদার্থ সমূহকে সম্পূর্ণরূপে জড়িত করতে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন তাকে COD বলে।

Read More : এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ - রসায়ন প্রথম পত্র অধ্যায় ৩ MCQ প্রশ্ন ও উত্তর

৬. রমনা পানির TDS কি?

উওর : TDS (অর্থাৎ মোট দ্রবীভূত কঠিন দুশোক) হলো পানিতে অতি সামান্য পরিমাণে দ্রবীভূত কিছু অজৈব বা জৈব পদার্থ সহ অন্যান্য কিছু কঠিন কন্যা জাতীয় পদার্থ।

এইচএসসি ২০২৪ - রসায়ন ২য় পত্র | অধ্যায় ১ : জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৭. পরম শূন্য তাপমাত্রা কি?

উওর: যে নির্মিত তাপমাত্রা কোন গ্যাসের আয়তন ঠিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে যেমন, ২৭৩° বা 0 k কে পরম শূন্য তাপমাত্রা ধরা হয়।

৮. অনুবন্ধী ক্ষারক কাকে বলে?

উওর: কোন এসিড থেকে একটি প্রোটন অপসারণের ফলে যে ক্ষারক সৃষ্টি হয় তাকে ওই এসিডের অনুবন্ধী ক্ষারক বলে।

৯.অ্যামাগার বক্র কি?

উওর: স্থির তাপমাত্রা বাস্তব গ্যাসের PV বনাম P রেখাকে অ্যামাগার বক্র বলে।

১০. সন্ধি তাপমাত্রা কাকে বলে?

উওর: প্রতিটি বাস্তব গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে যার উপরে রেখে গ্যাসটিকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন তাকে তরলে পরিণত করা যায় না একে সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বলে।

১১. দূষক কাকে বলে?

উওর: যদি কোন পদার্থের ঘনমাত্রা পরিবেশে তার সহনীয় মাত্রা অপেক্ষা অধিক পরিমাণে উপস্থিত থেকে জীবের স্বাভাবিক জীবন যাত্রার ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তবে উক্ত পদার্থ সমূহকে দূষক বলে।

১২. আংশিক চাপ কাকে বলে?

উওর: পরস্পরের সাথে বিক্রিয়া করে না এমন একাধিক ক্যাশ মিশ্রণের কোন একটি গ্যাস মিশ্রণে সমান প্রযুক্ত কে আংশিক চাপ বলে।

১২. বাস্তব গ্যাস কাকে বলে?

উওর: যে সকল গ্যাস সকল অবস্থায় বয়েল, এভের সূত্র ও গ্যাসের গতিতত্ত্বের সকল স্বীকার্য মেনে চলেনা তাদের বাস্তব গ্যাস বলে।

১৩. পানির DO কি?

উওর: পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কে DO বলা হয়।

১৪. সমচাপ রেখা কাকে বলে?

উওর: স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও মাত্রা সম্পর্কীয় লেখক এর চার্লসের সূত্রের সমচাপ রেখা বলে।এইচএসসি ২০২৪ রসায়ন দ্বিতীয় পত্র জ্ঞানমূলক প্রশ্ন 


১৫. পানির স্থায়ী ক্ষারতা কাকে বলে?

উওর: পানিতে Ca2+, Mg2 ও Fe2+ এর So42-ও C1- লবণ দ্রবীভূত থাকলে যে ক্ষারতার উদ্ভব ঘটে তাকে স্থায়ী ক্ষারতা বলে।

১৬. বয়েল তাপমাত্রা কাকে বলে?

উওর: অতি নিম্নচাপে যে তাপমাত্রা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মত আচরণ করে তাকে বয়েল তাপমাত্রা বলে।

১৭. অনুবন্ধী আম্ল কী?

উওর: কোন ক্ষারকের সাথে একটি প্রোটন (H+) সংযোগের ফলে যে এসিডের সৃষ্টি হয় তাকে সে ক্ষারকের অনুবন্ধী এসিড বলে।

১৮. S1 এককে R মান কত?

উওর: 8.314 Jmo1-1 K-1

১৯. চার্লসের সূত্রটি বিবৃত কর?

উওর : স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলস এর তাপমাত্রা বৃদ্ধি বারাস এর ফলে 0°C তাপমাত্রা গ্যাসের আয়তনের 1÷273 অংশ বৃদ্ধি বারাস ঘটবে।

২০. SATP কাকে বলে?

উওর: SATP এর পূর্ণরূপ হল Sandard Ambient Temperature and Pressure। এ পদ্ধতিতে বিশ্বব্যাপী গ্যাসের কক্ষ তাপমাত্রা 25° C বা 298 K এবং বায়ুমণ্ডলীয় চাপ 100KPa ধরা হয়।

এইচএসসি ২০২৪ রসায়ন দ্বিতীয় পত্র শর্ট সিলেবাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২১. ব্যাপনের সংজ্ঞা দাও?

উওর: উচ্চ ঘনত্বের স্থান থেকে নির্মম ঘনত্বের স্থানের দিকে কোন পদার্থের স্থানান্তর বা পরিব্যক্ত হওয়াকে ব্যাপন বলে।

২২. গ্রাহামের বেতন সূত্রটি লেখ?

উওর: স্থির চাপের ও স্থির তাপমাত্রার কোন গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়।

২৩. বোল্টজম্যান ধ্রুবক কি? 

উওর: একটি গ্যাস অনুর জন্য প্রাপ্ত গ্যাস ধ্রুবক কে বোল্টজম্যান ধ্রুবক বলে।


২৪. TDS এর পূর্ণরূপ কি?

উওর: Total Dissolved Solid।

২৫. COD এর পূর্ণরূপ কি ?

উওর: Chemical Oxygen Demand।

২৬. নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে?

উওর: বায়ুমণ্ডলের মুক্ত N2 কে N2 যোগে পরিণত করে এবং পরে তাকে ব্যবহার উপযোগী করে রাখা হয় তাকে N2 ফিক্সেশন বলে।

উপরে আমরা আপনাদের জন্য এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ রস রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের কিছু জ্ঞান মূলক প্রশ্ন এবং উত্তর দিয়েছি। আশা করি আপনারা ওই সকল প্রশ্ন পড়লে আমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা আছে আমরা ওই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ কিছু মূলক প্রশ্ন সাজিয়ে লিখেছি আমরা মনে করি এতে করে আপনারা আপনাদের পরীক্ষার প্রিপারেশন এর জন্য খুবই উপকৃত হবেন।

New comments are not allowed.*

Previous Post Next Post