এইচএসসি প্রশ্নব্যাংক ২০২৪ পদার্থবিজ্ঞান ২য় পত্র - অধ্যায় ১ MCQ প্রশ্ন ও উত্তর

এইচএসসি প্রশ্নব্যাংক ২০২৪ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র - অধ্যায় ১ MCQ প্রশ্ন ও উত্তর

এইচএসসি প্রশ্নব্যাংক ২০২৪ পদার্থবিজ্ঞান ২য় পত্র - অধ্যায় ১ MCQ প্রশ্ন ও উত্তর

{getToc} $title={Table of Contents} $count={Boolean}

আমরা আশা করি আমাদের নিচে দেওয়া ২০২৪ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ১ এর mcq প্রশ্ন এবং উত্তর গুলো পড়ে আপনারা আপনাদের পরীক্ষায় কিছুটা হলেও এর অধ্যায়ের প্রশ্ন কমন পাবেন। তাই দেরি না করে কিছু সময় হাতে নিয়ে এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো একবার পড়ে নিন।

এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র mcq প্রশ্ন সমাধান ২০২৪

১. কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসে অভ্যন্তরীণ শক্তি কেবল নির্ভর করে এর -

ক. তাপমাত্রার উপর

খ. চাপের উপর

গ. আয়তনের উপর

ঘ. এনট্রপির উপর

উওর: তাপমাত্রার উপর।

- একটি কারন ও ইঞ্জিন গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করে। এর তাপগ্রাহকের তাপমাত্রা 30K কমালে দক্ষতা দ্বিগুণ হয়।

২. ইঞ্জিনের দক্ষতা কত?

উওর: 33%।

৩. তাপ উৎসের তাপমাত্রা কত?

উওর: 120K।

৪. কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য?

উওর: স্থির আয়তন।

পদার্থ বিজ্ঞান  ১ অধ্যায় mcq

৬. একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতর কোন তাপগতীয় প্রক্রিয়া চলে?

উওর: সময়আয়তন।

৭. প্রত্যাগামী প্রক্রিয়া এনট্রপির কি পরিবর্তন হয়?

উওর: স্থির থাকে।

৮. ত্রি পরমাণুক গ্যাসের জন্য γ এর মান কত?

উওর: 1.33

Read More : এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ - রসায়ন প্রথম পত্র অধ্যায় ৩ MCQ প্রশ্ন ও উত্তর

৯. কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পন্নভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ সম্ভব নয় - বিবৃতিটি প্রদান করেন কোন বিজ্ঞানী?

উওর : কার্নো

১০. ফারেনটহাইট কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়?

উওর: 320°F।

১১. - 8° এবং 27°C তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটি হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত সহগ কত?

উওর: 7.57।

১২. বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে γ এর মান কত?

উওর: 1.33

১৩. সমোষ্ণ পরিবর্তনের সত্য?

উওর: তাপ অপসারণ বা সরবরাহ প্রয়োজন।

Read More : এইচএসসি প্রশ্নব্যাংক ২০২৪ - প্রাণিবিজ্ঞান অধ্যায় ২ MCQ প্রশ্ন এবং উত্তর

১৪. রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় একটি দ্বিপরমানু গ্যাসের চাপ 5% বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কত কমবে?

উওর: 3.42%।

HSC Physics 2nd Paper MCQ

১৫. এনট্রপি বলতে বুঝায়?

উওর: সিস্টেমের বিশৃঙ্খলা পরিমাণ।

১৬. তাপের যান্ত্রিক সমতার একক হল?

উওর: জুল/কেলোরি।

১৭. রুদ্ধতাপীয় ও সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে P-V লেখচিত্রের ছেদ বিন্দুতে ঢাল দয়ের অনুপাত -

উওর: γ

১৮. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশি স্থির থাকে?

উওর: এনট্রপি।

১৯. কার্ণো চক্রে কোন ধাপে তাপ গৃহীত হয়?

উওর: প্রথম।

২০. রুদ্ধতাপীয় প্রত্যাগামী প্রক্রিয়ায় কোন সিস্টেমের যে তাপগতীয় ধর্ম ধ্রুব থাকে তাকে কি বলে?

উওর :
এনট্রপি

২১. প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে -

উওর: এটি ধীর প্রক্রিয়া ।

২২. ত্রিপরমাণু গ্যাসের জন্য Y এর মান?

উওর: 1.33।

২৩. বায়ু মাধ্যমের শব্দ সঞ্চালন কোন ধরনের প্রক্রিয়া?

উত্তর : রুদ্ধতাপীয় প্রক্রিয়া।

HSC 2023 পদার্থবিজ্ঞান ২য় পত্র প্রশ্নব্যাংক

২৪. রেফ্রিজারেটর তাপগতিবিদ্যার কোন সূত্রের ভিত্তিতে নির্মিত হয়?

উত্তর : দ্বিতীয় ।

২৫. এনট্রপির একক কোনটি?

উত্তর : JK^-1 ।

২৬. ওজোন গ্যাসের জন্য γ এর মান কোনটি?

উত্তর : 1.33 ।

২৭. তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের বিবৃতি কোন তাপগতীয় প্রক্রিয়ার একটি বিশেষ রূপ?

উত্তর : সমোষ্ণ ।

২৮. মহাবিশ্বের এনট্রপির পরিমাণ -

উত্তর : বাড়ছে ।

Read More : বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২৯. কোন গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাত একটি ধ্রুবরাশি। এ ধ্রুবরাশিকে যে প্রতি দ্বারা প্রকাশ করা হয় তা হল -

উত্তর : γ ।

এইচএসসি - পদার্থবিজ্ঞান ২য় পত্র অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন এবং উত্তর

৩০. কার্নোচক্রের চতুর্থধাপে সিস্টেমের এনট্রপি-

উত্তর : অপরিবর্তিত থাকে।

৩১. আপেক্ষিক তাপ, S বিশিষ্ট একটি বস্তুর সমস্ত গতিশক্তি তাপশক্তিতে পরিণত হওয়ায় তার তাপমাত্রার পার্থক্য হয় Δθ। বস্তুটির গতিবেগ কত ছিল?

উত্তর : √(2SΔθ) ।

৩২. কোন সিস্টেম কর্তৃক কৃতকাজ শূন্য এর অর্থ -

উত্তর : আয়তন স্থির কিন্তু চাপ বৃদ্ধি পায়। 

আশা করছি উপরে দেয়া এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ১ এমসিকিউ এবং প্রশ্নের উত্তর গুলো পড়ে আপনারা খুবই উপকৃত হয়েছেন তাই এইরকম আরো আপনাদের পড়া সম্পর্কে জানতে ওয়েবসাইটটি ঘুরে দেখুন আমরা এটি নিশ্চিত সহকারে বলতে পারি যে আমাদের ওয়েবসাইট থেকে আপনি আপনার পড়ার ব্যাপারে অনেক তথ্য পেয়ে যাবেন এবং এতে আপনি অনেক উপকৃত হবেন।

New comments are not allowed.*

Previous Post Next Post