বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2023 | BUET Admission 2023

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি ২৫ শে ফেব্রুয়ারি বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। উক্ত সার্কুলারে বুয়েটে এপ্লাই এর যোগ্যতা,সিলেবাস এবং ভর্তি পরীক্ষার মানবন্টন ও সময়সূচী প্রকাশিত হয়েছে।

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩|Buet Admission 2023 জেনে নিন

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2023

বুয়েট ভর্তি পরীক্ষার বাছাই পর্ব

বুয়েট ভর্তি পরীক্ষার বাছাই পর্ব মূলত দুই ধাপে অনুষ্ঠিত হয়।

টোটাল ১৮ হাজার শিক্ষার্থী প্রাথমিকভাবে বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে।বাসায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া (নম্বরের ভিত্তিতে) প্রথম ৬ হাজার শিক্ষার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে।

বুয়েটে ভর্তির আবেদন এবং পরীক্ষার তারিখ

বুয়েটে ভর্তির অনলাইনে আবেদন শুরু হবে 1 মার্চ থেকে। এবং আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার শেষ তারিখ 12 ই মার্চ বিকেল তিনটা পর্যন্ত।আবেদন ফি মোবাইল কিংবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে ।এর সময়সূচি ১৩ই মার্চ সোমবার বিকেল তিনটা পর্যন্ত।

সার্কুলারে আরো বলা হয়েছে

প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থী অর্থাৎ

প্রাক নির্বাচনী পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে তাদের তালিকা ২৯ শে মার্চ বুধবার প্রকাশিত হবে।

চূড়ান্ত ভর্তি পরীক্ষা অর্থাৎ লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হবে 27 মে।ভর্তি পরীক্ষা মূলত বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে থাকে।

ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থীর আবেদন করতে পারবে

যেসব শিক্ষার্থী ২০১৯ বা ২০২০ সালের মাধ্যমিক কিংবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং 2022 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরাই বুয়েটে এপ্লাই করতে পারবে।

দ্বিতীয়ত,GCE O লেভেলের শিক্ষার্থী যারা ২০১৮ সালের নভেম্বরে কিংবা তারপরে উত্তীর্ণ হয়েছেন এবং 2021 সালের নভেম্বর কিংবা তার পরে GCE A লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই বুয়েট ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা অর্জন করেছেন।

 বুয়েট ভর্তি পরীক্ষার নির্ধারণকৃত ফি

ক এবং খ গ্রুপের জন্য মোট (৪০০+৬০০)=১০০০ এবং (৪০০+৮০০)=১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।তবে প্রাথমিকভাবে আবেদন করার জন্য প্রত্যেক আবেদনকারীকে ৪০০ টাকা ফি দিতে হবে।বাকি ফি মূল ভর্তি পরীক্ষায় সুযোগ পেলে তারপর প্রদান করতে হবে।

                প্রাক নির্বাচনী পরীক্ষা

প্রাক নির্বাচনী পরীক্ষায় এম সি কিউ পদ্ধতিতে টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এমসিকিউতে প্রতিটি ভুল উত্তরের জন্য . ২৫ নম্বর কাটা যাবে।অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য এক নাম্বার কাটা যাবে।পাক- নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রথম 6000 জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে।

  পাক-নির্বাচনী পরীক্ষার তারিখ

  • ২০ মে ২০২৩
  • শিফট ১-সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত 
  • শিফট ২-বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত

                         গ্রুপ পরিচিতি

গ্রুপ ক:-ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও নগর ও পরিকল্পনা বিভাগ গ্রুপ ‘ক’ এর আওতাভুক্ত।

গ্রুপ খ:-ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ , নগর পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগ গ্রুপ ‘খ’ অন্তর্ভুক্ত।

        

              প্রাক নির্বাচনী পরীক্ষার বিষয়                       

                    এবং মান বন্টন

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর

  • পদার্থবিজ্ঞান প্রশ্ন-৩৩ নম্বর-৩৩
  • রসায়ন প্রশ্ন -৩৩ নম্বর -৩৩
  • গণিত প্রশ্ন – প্রশ্ন -৩৪ নম্বর -৩৪

                                             মোট নম্বর=১০০

এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এই তিনটি বিষয়ের প্রতিটি প্রশ্নের মান হল ১ নম্বর।

            

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

          চূড়ান্ত ভর্তি পরীক্ষার বিষয় সমূহ 

গ্রুপ ক :- ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর অন্তর্ভুক্ত। 

বিষয় সমূহ:-পদার্থবিজ্ঞান,রসায়ন এবং গণিত।

সিলেবাস :- ২০২১ সালের বোর্ড কর্তৃক প্রধানকৃত উচ্চ মাধ্যমিক এর সংক্ষিপ্ত সিলেবাস।

গ্রুপ খ:-ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ হলো নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগ অন্তর্ভুক্ত।

বিশেষ সমূহ:-রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত।

                 মুক্ত হস্ত অংকন ও দৃষ্টিগত এবং          

                 স্থানিক ধীশক্তি। 

      

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

 লিখিত প্রশ্নের ধরন এবং মানবন্টন গ্রুপ-ক

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর

  • পদার্থবিজ্ঞান প্রশ্ন -১৩  নম্বর -১৩০
  • রসায়ন প্রশ্ন -১৩ নম্বর -১৩০
  • গণিত প্রশ্ন -১৪ নম্বর -১৪০

                                             মোট নম্বর=৪০০

গ্রুপ খ

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর

  • পদার্থবিজ্ঞান প্রশ্ন -১৩ নম্বর -৩৩                 
  • রসায়ন প্রশ্ন -১৩ নম্বর -৩৩
  • গণিত প্রশ্ন -১৪ নম্বর -৩৪ 

                                             মোট নম্বর=৪০০

বিষয় প্রশ্ন সংখ্যা

মুক্ত হস্ত অংকন ৩

(free handwriting)

দৃষ্টিগত এবং স্থানিক ৪

ধীশক্তি। 

                            মোট নম্বর=২৫০

নির্ধারিত সময়:-

ক গ্রুপের জন্য সর্বমোট ১২০ মিনিট প্রদান করা হবে। 

খ গ্রুপের জন্য সর্বমোট ১২০+৯০ মিনিট প্রদান করা হবে।

পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় সমূহ যা জানা জরুরী

1. ভর্তি পরীক্ষায় গ্রুপ A (এ) এবং গ্রুপ B (বি) এর প্রতিটি বিষয়ের মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

2. গ্রুপ ক এর ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ১০ এবং গ্রুপ খ এর ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রতিটি প্রশ্নের মান ৭০। দৃষ্টিগত ও স্থানের দৃশক্তি এর প্রতিটি প্রশ্নের মান ১০।

3. কলম ,পেন্সিল, ইরেজার, শার্পনারএবং সার্কুলার এ প্রকাশিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

4. ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ যন্ত্র যেমন ফোন, ওয়াচ ফোন এবং পেন্সিল বক্স ,জ্যামিতি বক্স ,সেট স্কয়ার কম্পাস কিংবা কোন প্রকার ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।

5. প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

বুয়েটে মোট বিভাগ ও আসন সংখ্যা

  1. কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ(Computer Science and Engineering)-120                          
  2. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ(electrical and electronic engineering)-195
  3. পুরা কৌশল বিভাগ(civil engineering)-195
  4. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ(mechanical engineering)-180
  5. কেমিকৌশল বিভাগ(chemical engineering)-120
  6. বস্তু ও ধাতব কৌশল বিভাগ(petroleum and mineral resources engineering)-60
  7. পানি সম্পদ প্রকৌশল বিভাগ(water resource engineering)-30
  8. নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগ(Naval architecture and Marine Engineering)-55
  9. শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ(Industrial and production engineering)-30
  10. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ(biomedical engineering)-30
  11. স্থাপত্য বিভাগ(architecture)-55
  12. নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ(Urban and regional planning)-30

বুয়েট সংক্রান্ত কিছু প্রশ্ন

বুয়েট এর পূর্ণরূপ কি?

BUET এর পূর্ণরূপ হলো Bangladesh University of Engineering and Technology(বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

বুয়েট বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

বুয়েট বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম।এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের লালবাগ থানার পলাশী এলাকায় অবস্থিত।

বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ

বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ মূলত বুয়েট ক্যাম্পাসে অবস্থিত।ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজটি মূলত ঢাকা মেডিকেলের বামে এবং ঢাকা ইউনিভার্সিটি’র একটি হলের পেছনে অবস্থিত। এই কলেজের অবস্থানের কারণেই মূলত এখানে শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হয়।

বুয়েটে কি মেয়েরা পড়ে?

হ্যাঁ।বুয়েটে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থী পড়তে পারে। তবে তার জন্য অবশ্যই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বুয়েটে কতটি হল রয়েছে?

বইটি সর্বমোট চারটি হল রয়েছে।তন্মধ্যে তিনটি হল ছেলেদের জন্য এবং একটি মেয়েদের জন্য।

বুয়েট হল সমূহের নাম ও  আসন সংখ্যা

  • কাজী নজরুল ইসলাম হল- ৩২১
  • শের-এ-বাংলা হল- ৪২০
  • সোহরাওয়ার্দী হল- ৪৩৬
  • সাবেকুন নাহার সনি হল- ৪৭৮

বুয়েটে পড়ার খরচ কত

যেহেতু বুয়েট সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ,তাই এর একাডেমিক, হল এবং খাওয়া খরচসহ টোটাল খরচ ৪ লাখের আশেপাশে ।

শুধুমাত্র একাডেমিক খরচ ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে

বুয়েটে কত বছর পড়তে হয়

বইটা সাধারণত চার বছর পড়তে হয়। তবে সেশনজট থাকলে পাঁচ বছর সময় লাগতে পারে

বুয়েটের কোর্স কত বছর

স্থাপত্য বিভাগ ছাড়া অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিভাগে টোটাল চার বছরের কোর্স রয়েছে। স্থাপত্য বিভাগে টোটাল পাঁচ বছরের কোর্স রয়েছে।

বুয়েট কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে?

বুয়েট ঢাকা ভার্সিটির আন্ডারে নয়। এটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। অনেকে না বুঝে এটা জিজ্ঞেস করেন। এটা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত বাংলাদেশের সবচেয়ে গৌরবময় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *