এইচএসসি ২০২৪ বাংলা ১ম পত্র : বায়ান্নর দিনগুলো গল্পের জ্ঞানমূলক প্রশ্ন এবং MCQ প্রশ্ন ও উত্তর

এইচএসসি ২০২৪ বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৫ই ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেলগেটে নিয়ে যাওয়া হলো এই কথা বলে যে, আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। আমি যখন জেলগেটে পৌঁছালাম দেখি, একটু পরে মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে । আমরা শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে নিজে এইচএসসি ২০২৪ বাংলা ১ম পত্র : বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক এবং MCQ প্রশ্ন ও উত্তর দিয়েছি আমরা আশা করি এগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন।

এইচএসসি ২০২৪ বাংলা ১ম পত্র : বায়ান্নর দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন এবং MCQ প্রশ্ন ও উত্তর


{getToc} $title={Table of Contents} $count={Boolean}


১. রেনু কে?

উওর: রেনু হচ্ছে বঙ্গবন্ধুর স্ত্রী।

২. বোধয় আর দু একদিন বাঁচতে পারি রহমানের এই বোধ কত তারিখে হয়েছিল?

উওর: বোধহয় আর দুই এক দিন বাঁচতে পারি শেখ মুজিবুর রহমানের এই বোধ হয়েছিল 27 তারিখ দিনের বেলা।

৩. শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রকাশিত হয়?

উওর: শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়।


Read More : মাসি পিসি গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

এইচএসসি প্রশ্নব্যাংক ২০২৪ বাংলা প্রথম পত্র বায়ান্নর দিনগুলো CQ প্রশ্ন ও উত্তর

৪. ফরিদপুরে কত তারিখে শোভাযাত্রা চলল?

উওর: ফরিদপুরে ২২ তারিখে শোভাযাত্রা চলল।

৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি?

উওর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম শেখ লুৎফর রহমান।

৬. বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়া অনশন ভাঙার কে?

উওর: বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়া অনশন ভাঙ্গার মহিউদ্দিন আহমদ।


Read More : এইচএসসি প্রশ্নব্যাংক ২০২৪ পদার্থবিজ্ঞান ২য় পত্র – অধ্যায় ১ MCQ প্রশ্ন ও উত্তর

বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৭. মহিউদ্দিন আহমদ কি রোগে ভুগেছিলেন?

উওর: মহিউদ্দিন আহম্মদ ভুগেছিলেন প্লুরিসিস রোগে।

৮. বায়ান্নর দিন গুরু প্রবন্ধে ডেপুটি জেনারেলের নাম কি?

উওর: বায়ান্নর দিনগুলো প্রবন্ধে ডেপুটি জেনারেলের নাম মোখলেসুর রহমান।

বায়ান্নর দিনগুলো CQ প্রশ্ন ও উত্তর

৯. বায়ান্নর দিনগুলো প্রবন্ধটি কোন গ্রন্থের সংকলিত?

উওর: বায়ান্ন দিনগুলি প্রবন্ধটি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে সংকলিত।

১০. আমলাতন্ত্র কি?

উওর: আমলাতন্ত্র হলো রাষ্ট্রীয় প্রশাসনের সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থা।

এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ বাংলা প্রথম পত্র বায়ান্নর দিনগুলো MCQ প্রশ্ন ও উত্তর

১. ক্ষুদিরাম ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসকদের করতে দীর্ঘদিন সংগ্রাম করেছে – উক্ত বাক্যে সঙ্গে বায়ান্ন দিনগুলি রচনা কার মিল রয়েছে?

উওর: শেখ মুজিবুর রহমান।

২. রাষ্ট্রভাষা বাংলা চায় কথাটিতে বাঙালি কোন বিষয়টি ফুটে উঠেছে?

উওর: মাতৃভাষা প্রেম

৩. ভরসা হলো আর দমাতে পারবে না বায়ান্নর দিনগুলো দিনগুলো রচনা কে দমাতে পারবেনা?

উওর: পাকিস্তানি শোষক।

৪. আমি তো তোমার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথাটি কার উদ্দেশ্যে বললেন?

উওর: কামালের।

৫. বঙ্গবন্ধুর অসমতা আত্মজীবনী গ্রন্থটি কত সালে প্রকাশিত?

উওর: ২০১২।


Read More : বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বাংলা প্রথম পত্র বায়ান্নর দিনগুলো MCQ প্রশ্ন ও উত্তর

৬. অনশনরত একটি সন্তানদের নিয়ে ভাবনা বঙ্গবন্ধু চরিত্রে কোন দিকটিকে তুলে ধরে?

উওর: দায়িত্ববোধ।

৭. বায়ান্ন দিনগুলো রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উওর: অসমাপ্ত আত্মজীবনী।

৮. কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা মুক্তির আদেশ এসেছিল?

উওর: ২৭ এ ফেব্রুয়ারি।

৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণনা অনুযায়ী কার সহ্য শক্তি বেশি ছিল?

উওর: বঙ্গবন্ধুর পিতা।


Read More : এইচএসসি প্রশ্নব্যাংক ২০২৪ – প্রাণিবিজ্ঞান অধ্যায় ২ MCQ প্রশ্ন এবং উত্তর

এইচএসসি প্রথম পত্র বায়ানের দিনগুলো MCQ প্রশ্ন ও উত্তর

১০. আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম উক্তিটি কার?

উওর: শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

১১. ওপরওয়ালাদের নির্দেশে বঙ্গবন্ধুকে নারায়ণগঞ্জের কোথায় রাখা হয়েছিল?

উওর: পুলিশ ব্যারাকের ঘরে।

১২. শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়?

উওর: ২০২০।

১৩. রাষ্ট্রীয় প্রশাসনের সরকারি কর্মচারীদের কর্তৃত্ব মূলক ব্যবস্থা কে কি বলে?

উওর: আমলাতন্ত্র।

১৪. ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলেছিল কত তারিখে?

উওর: ২২ ফেব্রুয়ারি।

(PDF) বায়ান্নর দিনগুলো : সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১৫. জাহাজের ঘাটে শেখ মুজিবুর রহমান সহকর্মীদের কাছে কি চাইলেন?

উওর: ক্ষমা।

১৬. মুজিবুর রহমান কাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন?

উওর: দেশ ও জনগণের।

১৭. অনশন ধর্মঘটের ব্যাপারে আলোচনার কথা বলে বঙ্গবন্ধুকে কোন তারিখে জেল গেটে আনা হয়েছিল?

উওর: ১৫ ফেব্রুয়ারি ।

১৮. ৫২ দিনগুলো রচনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর দিতে বললেন?

উওর: চায়ের দোকানের মালিক।

১৯. বাংলাদেশ যে আপনার কাছে থেকে অনেক কিছু প্রত্যাশা করে উক্তিটি দ্বারা বা অন্য দিনগুলো রচনা কি বোঝানো হয়েছে?

উওর: মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব।

২০. বায়ান্নর দিনগুলো রচনা মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে উক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে?

উওর: অপরিণামদর্ষিতা।

HSC বাংলা প্রথম পত্র বায়ান্নর দিনগুলো

২১.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস কোনটি?

উওর: ১৭ মার্চ।

২২. ৫২ দিনগুলো রচনা ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন জীবন কথা বিবৃত হয়েছে?

উওর: জেল জীবন।

২৩. বায়ান্ন দিনগুলো রচনা কথকের সওায় কি লক্ষ্য করা যায়?

উওর: দৃঢ়চেতা মনোভাব।

২৪. বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে বা অন্য দিনগুলোতে এই অনেক কিছু হলো?

উওর: স্বাধীনতা।

২৫. ১৯৫২ সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য কয়টি অর্ডার এসেছিল?

উওর: দুইটি।


Read More : এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ – রসায়ন প্রথম পত্র অধ্যায় ৩ MCQ প্রশ্ন ও উত্তর

এইচএসসি প্রশ্ন ব্যাংক ২০২৪ বাংলা ১ম পত্র : বায়ান্নর দিনগুলো

আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে। গাড়ির ভেতর জানালা উঠিয়ে ও দরজার কপাট বন্ধ করে দিল । দুইজন ভেতরেই আমাদের সাথে বসল। আর একটা গাড়িতে অন্যরা পেছনে পেছনে ভিক্টোরিয়া পার্কের পাশে রোডের দিকে চলল। সেখানে যেয়ে দেখি পূর্বেই একজন আর্মড পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে । তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল। আমরা আস্তে আস্তে নামলাম ও উঠলাম । কোনো চেনা লোকের সাথে দেখা হলো না। যদিও এদিক ওদিক অনেকবার তাকিয়ে ছিলাম। ট্যাক্সি তাড়াতাড়ি চালাতে বলল। 

বায়ান্নর দিনগুলো গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

আমরা আশা করছি আমাদের উপরে দেওয়া তথ্য অনুযায়ী আপনারা যদি এগুলো পড়েন তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরীক্ষায় কিছু হলেও কমন পাবেন। এইরকম আরো অন্যান্য তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *