চাকরির সিভি লেখার নিয়ম | Job CV-2024

আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই ব্লগে আমি আপনারদের কে জানানোর চেষ্টা করবো কিভাবে সঠিক উপায়ে যে কোন চাকরির জন্য সিভি বা বায়োডাটা লিখবেন। আর তাই আশা করি আজকের এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকার হবে।

প্রথমেই একটা প্রফেশনাল চাকরির সিভি লিখার জন্য আমাদের কে অনেকগুলো বিষয় বস্তু মাথায় রাখতে হবে। এবং বিশেষ কিছু পয়েন্টের দিকে খেয়াল রাখতে হবে। যা আমরা অনেকেরই প্রায় সময় ভুল হয়ে যায়। তো চলুন শুরু করা যাক।

সিভি লিখার মৌলিক বিষয়বস্তু সমূহ:

  • ব্যাকরণগত ও শব্দগত ভুল করা যাবেনা।
  • সিভিটি অবশ্যই আমাদের A4 সাইজের পরিস্কার-স্বচ্ছ কাগজে
  • লিখতে হবে।
  • আমরা অতিরিক্ত উজ্জ্বল রং এর ব্যবহার করবনা ।
  • ভাষাগুলো যথাযথ সম্ভব স্বচ্ছ ও সংক্ষিপ্ত করা চেষ্টা করব।
  • কোন প্রকার ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না।
  • সিভির ছবিটি সাম্প্রতিক তোলা ছবি ব্যবহার করতে হবে।
  • সিভি ধরণ সবসময় আপডেট রাখার চেষ্টা করব।

এছাড়া একটি ভালো মানের সিভিতে ২-৪ পৃষ্ঠার এর বেশি হওয়া উচিত নয়। সিভিতে যত কম পেইজে সুন্দর ফ্রেস এবং তথ্যবহুল দেওয়া যায় তত ভালো। তবে একটি ভালো মানের সিভিতে ১২ টি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, চলুন এক নজরে গুরুত্বপূর্ণ বিষয় গুলো দেখে নেই।

সিভিতে ১২ টি গুরুত্বপূর্ণ বিষয়:-

চাকরির সিভি লেখার নিয়ম | Job CV-2024

১। কারিকুলাম ভিটা (CV):

CV এটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। অর্থ্যাৎ আমাদের দেওয়া তথ্যগুলোকে কিসের মাধ্যমে উপস্থাপন করবো সেটা সিভি, রিজিউম নাকি বায়োডাটা এটি উল্লেখ করে দিতে হবে।

২। Brief Information (বিস্তারিত তথ্য):

এই অংশে আপনার নাম, ঠিকানা, ইমেইল, মোবাইল নম্বর, আইডি নং, বয়স, উচ্চতা সহ বিস্তারিত তথ্য উপস্থাপন করে সাজাতে হবে।

৩। Photograph (ছবি)

সিভিরি এই অংশে আপনার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের একটি সুন্দর ছবি সংযোজন করবেন। যেন দেখতে প্রফেশনাল মনে হয়।

৪। Objective of Career

চাকরির সিভির এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে চাকরির বিজ্ঞাপনের সাথে মিল রেখে ২-৩ লাইনের মধ্যে সংক্ষেপে কিছু লিখবেন। যাতে নিয়োগ কর্তা সহজে আপনার প্রতি ইমপ্রেস হয়। এখানে আমরা অনেকেই ভুল করি, অনেরটা কপি করে মেরে দিই। এটা করা যাবেনা।

৫। Educational Qualification

শিক্ষাগত যোগ্যতা ধারাবাহিক ভাবে দেওয়া ভালো। যেমন সর্বশেষ ডিগ্রি থেকে SSC

৬। Job Experience

আপনার যদি পূর্বে কাজ করার অভিজ্ঞতা থাকে তা এখানে উল্লেখ করবেন। আর যারা নতুন তারা না দিলেও চলবে।এ ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। তবে দিলে ভালো এবং তা বিজ্ঞাপনে চাকরির ধরন অনুযায়ী।

৭। Training

যদি আপনি কোথাও টেনিং করে থাকেন তাহলে অবশ্যই দিবেন যদি তা আপনার সিভির বিষয়বস্তু মিল হলে অন্যথায় দেয়ার প্রয়োজন নেই।

৮। কম্পিউটার স্কিল

আপনার যদি কম্পিউটার স্কিল বা কোন কোর্স করা থাকে এবং সার্টিফিকেট অর্জন করে থাকেন এই সম্পর্কে এখানে তা উল্লেখ কররে দিবেন।

৯। Personal Information

আপনার ব্যাক্তিগত তথ্যগুলো অবশ্যই নির্ভুল দেওয়ার চেষ্টা করবেন।

১০। Reference

রেফারেন্সে যার রেফার দিবো তার নাম,পদবি, মোবাইল, ইমেইল দিয়ে দিব।

১১। এক নজরে Observation:

সর্বশেষ সিভিতে দেওয়া সব গুলো তথ্য পর্যবেক্ষন করুন। দেখুন কোথাও ভুল হয়েছে কিনা।

১২। ‍Signature & Date

সিভির নিচের দিকে আপনার স্বাক্ষর ও তারিখ দিবেন। অনেকে এই সব কিছু করার পরে এই গুরুত্বপূর্ণ অংশটি করতেই ভুলে যাই। আপনার ক্ষেত্রে তা যেন না হয়।

আপনাদের ‍বুঝার সুবিধার্থে নিচে কয়েকটি চাকরি সিভির নমুনা দেওয়া হলো। এতে করে আপনারা সহজে বুঝতে পারবেন। এবং নিজেদের জন্য প্রফেশনাল একটি চাকরি সিভি বানিয়ে নিতে পারবেন।

১ পাতার সিভি নমুনা

২ পাতার সিভি নমুনা

https://rb.gy/i5aqea

ইংরেজি সিভি ডাউলোড লিংক PDF / Word File

এখান থেকে ইংরেজি সিভি ফরমেট ডাউনলো করে আপনার মোবাইল বা কম্পিউটারে সংরক্ষন করে রাখতে পারেন যা পরবর্তীতে আপনার ব্যাক্তিগত কাজে লাগবে।

চাকরি সিভি ফরমেট ডাউনলোড (বাংলা) PDF / Word File

আপনার যারা জানেন না একটা বাংলা সিভি ফরমেট কেমন হওয়া উচিত তারা চাইলে নিচের ফাইলটি দেখতে পারেন। এখানে আমরা বাংলা সিভি ফরমেট ডাউনলোড করার সুযোগ দিয়েছি। সেটা আপনি মোবাইল অথবা কম্পিউটারে সংরক্ষণ করেও রাখতে পারবেন। তাহলে গুগল ড্রাইভে থাকা একটি ফাইল ওপেন হবে। সেটা মোবাইলে সেভ করে নিতে পারেন।

পরিশেষে বলা যাই যে, বর্তমান চাকুরির দুনিয়ায় সিভি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, একটি প্রফেশনাল সিভির মাধ্যমেই আপনি নিজেকে নিয়োগ কর্তার কাছে খুব স্মার্টলি তুলে ধরতে পারবেন। তাই উপরের বিষয়গুলো খেয়াল রেখে একটি পরিপূর্ন চাকরির সিভি সহজে তৈরি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *