বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার | Neurology Doctor

ভালো-লাগা, খারাপ লাগা, আবেগ, অনুভূতি এগুলো নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের নিউরন কোষ। এই নিউরন থেকেই নিউরোলজি। মানুষের সমস্ত শরীরে এ কোষগুলো আছে। শরীরের যে অংশের এ কোষগুলো কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু যে অংশে এ নিউরন কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে কাজ করে না, শরীরে সে অংশটিও বিকল হয়ে যায়। সে অংশটির সাথে আমাদের মস্তিষ্কের সংযোগ ও বিচ্ছিন্ন হয়ে যায়। তাই এই নিউরন কোষ গুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে এ কোষ গুলো কাজ করা বন্ধ করে দিলে, কি করে এগুলোকে আবার একটিভ করতে হবে তা একজন ডাক্তারই বলতে পারবেন। তাই নিউরন বিষয়ে যত চিকিৎসক আছেন, তারাই নিউরোলজি ডাক্তার।

আজকের আর্টিকেলে আমরা ২০২৪ সালে বাংলাদেশের সেরা কিছু নিউরোলজিস্ট ডাক্তার সম্পর্কে আপনাদের জানাবো সাথে তাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সম্পর্কে জানাবো যাতে আপনারা সহজেই সিরিয়াল দিতে পারেন। এছাড়াও এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন নিউরনের কি কাজ, বাংলাদেশের বিভিন্ন নিউরোলজিস্ট ডাক্তারদের ঠিকানা, তাদের কাছে অগ্রিম বুকিং দেওয়ার ফোন নাম্বার, তাদের ডিগ্রি এবং তারা কোন কোন হাসপাতালে বসেন, কোথা থেকে পড়াশোনা করেছেন।

বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার

নিউরন কি?

স্নায়ুতন্ত্র গঠন এবং এর কাজের একক হল নিউরন।আমাদের সমস্ত শরীরে অনেকগুলো নিউরোলজি কোষ আছে যেগুলো একটি সাথে আরেকটি সংযুক্ত। এই কোষগুলো সর্বশেষ মস্তিষ্কে গিয়ে শেষ হয়। যার ফলে কোষ গুলোর মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন সিগনাল আসে । এভাবে মস্তিষ্ক এই নিউরন কোষ গুলোর মাধ্যমে আমাদের সমস্ত শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে।

মস্তিষ্কে নিউরোলজি কোষগুলো নিয়ন্ত্রণকারী অংশ যদি কখনো কোন কারনে ক্ষতিগ্রস্ত হয় কিংবা কাজ বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমাদের শরীর এর অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। এক্ষেত্রে এই বিষয়ে দক্ষ একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নিউরন বিষয়ে দক্ষ ডাক্তারদের কে নিউরোলজিস্ট বলা হয়। বাংলাদেশে বেশ কয়েকজন নিউরোলজিস্ট রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলেন দিন মোহাম্মদ। ডাক্তার দিন মোহাম্মদ উপমহাদেশে একজন খ্যাতিসম্পন্ন ডাক্তার।

নিউরোলজিস্ট কি করেন?

স্নায়ুতন্ত্রের সাথে স্নায়বিক পরিস্থিতি বা সেই সম্পর্কিত সকল সমস্যার চিকিৎসা করেন। যে স্নায়ু বিশেষজ্ঞ সাধারণত আমাদের প্রয়োজন হয় তাহলে।

  • সমন্বয় সমস্যা
  • পেশীর দূর্বলতা
  • শরীরের বিভিন্ন পরিবর্তন
  • বিশৃঙ্খলাতা
  • মাথা ঘোরা

দুর্গন্ধ লাগা জনিত সমস্যা মত যাদের সমস্যা আছে তাদের নিউরোলজিস্ট ডাক্তার প্রয়োজন হয় এমন সমস্যাগুলা কখনো কখনো স্নায়ুতন্ত্রে অনেক ব্যাধি সৃষ্টি করে।

বাংলাদেশের সবথেকে সেরা নিউরোলজি ডাক্তার

আজকের এই আর্টিকেলটি পড়লে আপনারা পাবেন বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তারদের তালিকা। এছাড়াও এই আর্টিকেলটিতে নিউরোলজিস্ট ডাক্তাররা কোথায় বসে ডাক্তারদেরকে অগ্রিম সিরিয়াল দেওয়ার বুকিং নাম্বার। আর্টিকেলটিতে আমরা এমন সব নিউরোলজিস্ট নিয়ে জানবো যারা ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে নিয়মিত সিরিয়ালের মাধ্যমে রোগী দেখেন।

বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তারের সংখ্যা হাতে গোনা। এরমধ্যে শ্রেষ্ঠ ডাক্তার হলেন ডক্টর দীন মোহাম্মদ। এছাড়াও আরো বেশ কিছু নিউরোলজিস্ট ডাক্তার রয়েছে যাদের নাম নিচে আমরা উল্লেখ করেছি। শুধু ডাক্তারদের নামই নয় ডাক্তারদের নামের সাথে সাথে তারা কোথায় বসে,তাদের ফোন নাম্বার, তারা কোন দিন রোগী দেখে, কোন সময় বুকিং নেয় সবকিছু আমরা উল্লেখ করেছি।

চলুন জেনে নেয়া যাক বাংলাদেশের ১২ জন বিশিষ্ট নিউরোলজিস্ট ডাক্তার সম্পর্কে

অধ্যাপক কাজী দিন মোহাম্মদ (নিউরোলজিস্ট)

দিন মোহাম্মদ একজন শ্রেষ্ঠ নিউরোলজি ডাক্তার। তিনি এতটাই জনপ্রিয়তা পেয়েছেন যে তাকে রোগী দেখাতে হলে থেকে দুই থেকে তিন মাস আগে বুকিং দিতে হয়। নিচে তার ব্যাপারে আরো বিশদ বিবরণ দেওয়া হল।এমবিবিএস, এফসিপিএস, নিউরোলজিস্ট( এমডি) তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অধ্যাপক এবং পরিচালক।

চেম্বারঃ এ পি আর ছি এন্ড জেনারেল হাসপাতাল 135, নিউ ইস্কাটন রোড, ঢাকা, বাংলাদেশ। তিনি প্রতিদিন রোগী দেখেন। তবে বৃহস্পতিবার, শুক্রবার, সরকারি ছুটির দিন ব্যতীত। তার রোগী দেখার সময় বিকাল ৪ টা হতে রাত ৮ টা।
সিরিয়াল দেওয়ার নাম্বার:8802933 9089,029342744.
ফোন নাম্বারঃ +88029339089, 029342744

অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল হাই (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃএমবিবিএস, এফসিপিএস,( মেডিসিন), পিএইচডি( ইন্ডিয়া), এফআরসিপি( এডিনবার্গ), হেলো( ইন্টারভেনশনাল নিউরোলজি) 
তিনি স্যার সলিমুল্লাহ কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের অধ্যাপক। তিনিও অন্যতম একজন নিউরোলজি মেডিসিন বিশেষজ্ঞ।
রোগী দেখেন: ইবনে সিনা ট ডিসটিক এবং ইমেজিং সেন্টার, হাউস নাম্বার 48, রোড9/ এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা 1209।
সিরিয়াল নাম্বার:0291266256,0291288357,01717351631
ফোন নাম্বারঃ +88029126625-6, 01717351631, 029128835-7

অধ্যাপক ডাক্তার মনসুর হাবীব (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃএমবিবিএস, এফসিপিএস,( মেডিসিন) এমডি( নিউরোলজি), এমআরসিপি, এফআরসিপি।অধ্যাপক হিসেবে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। তিনি মাথা ব্যাথা, হেবি হেডেক, মাইগ্রেনের সমস্যা সংক্রান্ত চিকিৎসায় একজন সেরা নিউরোলজি বিশেষজ্ঞ।

রোগী দেখেন: ল্যাব এইড কার্ডিয়াক হসপিটাল, হাউজ নাম্বার 1, রোড- 4 ধানমন্ডি ঢাকা। তিনি বিকেলবেলা রোগী দেখেন।
সিরিয়াল নাম্বার: 88 028610793,028618617,0296702103
ফোন নাম্বারঃ +88028610793

অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিরুল হক (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃএমবিবিএস, এফসিপিএস, এফআরসিপি( গ্লাসগো) এফএসিপি( ইউএসএ), ডিসিএন( লন্ডন)।অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন বারডেম হাসপাতালে।
ফোন নাম্বারঃ +8809666700100

অধ্যাপক ডাক্তার এম এ মান্নান (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃ এমবিবিএস, এফআরসিপি,ত্নিউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।
রোগী দেখেন: নিউরোলজি ফাউন্ডেশন হাসপাতাল3/1 লেক সার্কাস, কলাবাগান, ধাকা1205।
সিরিয়াল নাম্বার: 028114846.

নির্মলেন্দু বিকাশ ভৌমিক (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃএমবিবিএস, এমডি নিউরোলজি,বারডেম হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে আছেন।
রোগী দেখেন: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ধানমন্ডি ব্রাঞ্চ, হাউজ 11/ এ, রোড-ধানমন্ডি আর/ এ ঢাকা১২০৫বাংলাদেশ।
সিরিয়াল নাম্বার :০২৯৬৬৯৪৮০,০২৯৬৬১৪৯১৩

অধ্যাপক ডাক্তার আশরাফ আলী (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃ এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এফ আর সি এস পি( এডিন) বর্তমানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে ল্যাবএইড হাসপাতালে কর্মরত আছেন।
রোগী দেখেন: হাউজ নাম্বার-৬ রোড নাম্বার-৮, ধানমন্ডি ঢাকা ১২০৫।
সিরিয়াল নাম্বার: 029676356

আলিম আক্তার ভূঁইয়া (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃ এমবিবিএস, ডিটিএম এন্ড এইচ( ইউকে), এমডি( ইউএসএ), পোস্ট ডক্টরাল ফেলোশিপ অ্যাপেলান্সি এন্ড ক্লিনিক্যাল নিউরোলজি, ইউ এস বোর্ড সার্টিফাইড ইন নিউরোলজি।

সহকারি অধ্যাপক হিসেবে বারডেম হাসপাতালে কর্মরত আছেন।

রোগী দেখেন: অ্যাপোলো হসপিটাল, প্লোট ৪১, লোগ ইন, বসুন্ধরা এ/ আর ঢাকা১২২৯।
সিরিয়াল নাম্বার: ০২৮৪০১৬৬১

ডাক্তার মোহাম্মদ আমিরুল হক (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃ এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপি( গ্লাসগো) এফএসিপি( ইউএসএ), ডিসিএন( লন্ডন)।
অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন বারডেম হাসপাতালে।

অধ্যাপক ডাঃ এম ডি বদরুল আলম (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃ এমবিবিএস, এমডি (নিউরোলজি), এফএসিপি (ইউএসএ), এফআরসিপি (গ্লাসগো)।

অধ্যাপক ডাঃ এম ডি বদরুল আলম ঢাকার একজন নিউরোলজিস্ট।

ডিগ্রিঃএমবিবিএস, এমডি (নিউরোলজি), এফএসিপি (ইউএসএ), এফআরসিপি (গ্লাসগো)।

জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের নিউরোলজি বিভাগের সহ-পরিচালক এবং অধ্যাপক।ঢাকার সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডে তার রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন।

চেম্বার : সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, ঢাকা।
বুকিং নাম্বার: 88029660015

অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃ এমবিবিএস, এমডি (নিউরোলজি), এমএসিপি (ইউএসএ)।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক। >>  উত্তরার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত তার রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন।

চেম্বার :হলো পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা
বুকিং নাম্বার : 8809613787805

অধ্যাপক ডাঃ আনিসুল হক (নিউরোলজিস্ট)

ডিগ্রিঃএমবিবিএস, পিএইচডি, এফসিপিএস (মেডিসিন), এফআরসিপি (এডিন)।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান। ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত তার রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন।

চেম্বার :পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি
বুকিং নাম্বার : 8809613787801

অনেক সময় বিশেষ বিশেষ কারণে মানুষের নিউরন ক্ষতিগ্রস্ত হতে পারে। নিউরন ক্ষতিগ্রস্ত হলে মস্তিষ্কের সাথে আমাদের শরীরের যে কানেকশন সেটি ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে অঙ্গটি সংবেদনশীলতা হারিয়ে ফেলেস্নায়ু অর্থাৎ নিউরনের ক্ষতি কিংবা কাজ করা বন্ধ করে দিলে, শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

অসাড়তা – এটা স্নায়ু ক্ষতির ১ম দিকের লক্ষ্মণ। এটির হলে হাত, পা অসাড় হয়ে যেতে থাকে

সংবেদন হারানো সংবেদন স্নায়ু গুলো সঠিকভাবে কাজ না করলে ব্যথা, তাপের কারণে অস্বস্তি অনুভব ও অক্ষমতা ও হতে পারে। 

শরীরের বিভিন্ন অংশ নাড়াচাড়া অসুবিধা – সবচেয়ে পেশি দুর্বলতা ও পক্ষাঘাত হতে পারে। আবার তীব্র মাথা ব্যাথা ও হাঁটতে অসুবিধা হতে পারে।

চলুন এবার জেনে নেয়া যাক ভারতের সাতজন বিশিষ্ট নিউরোলজিস্ট ডাক্তার সম্পর্কে ।  

ভারতের সাত জন বিশিষ্ট নিউরোলজি ডাক্তার

ডঃ মোহিত ভট্ট (নিউরোলজিস্ট)

হাসপাতালঃ মুম্বইয়ের কোকিলাবান ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল গবেষণা ইনস্টিটিউট
অভিজ্ঞতাঃ স্নায়ুবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং চিকিত্সা গবেষণা
শিক্ষাঃ এমবিবিএস, এমডি, ডিএম
ওয়েবসাইট লিংক https://www.vaidam.com/bn/doctors/neurologist/india

ডাঃ বিপি মৃথুজয়ায়ন্না (নিউরোলজিস্ট)

হাসপাতালঃ ভগবান মহাবীর জৈন হাসপাতাল-বাসন্তনগর স্নায়ুরোগ বিশেষজ্ঞ
অভিজ্ঞতাঃ উনার ৫৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।
শিক্ষাঃ এমবিবিএস, এমডি-মেডিসিন,
ডিএম-স্নায়ুবিজ্ঞান
ওয়েবসাইট লিংক- https://www.justdial.com/Bangalore/Dr-B-P-Mruthyunjayanna

ডাঃ পি এন রেঞ্জেন (নিউরোলজিস্ট)

হাসপাতালঃ ইন্দ্রপ্রস্থ আপোলো হাসপাতাল
বিশিষ্টতাঃ সামগ্রিকভাবে ৩৯ বছরের অভিজ্ঞতা শিক্ষা ডি এম-স্নায়ুবিজ্ঞান, এমবিবিএস

ডাঃ রিনা থুকরাল (নিউরোলজিস্ট)হাসপাতালঃ জিএনএইচ হাসপাতাল

বিশিষ্টতাঃ স্নায়ুবিশেষজ্ঞ
অভিজ্ঞতাঃ সামগ্রিকভাবে ২৪ বছরের অভিজ্ঞতা
শিক্ষাঃ এমবিবিএস, ডিএনবি-জেনারেল মেডিসিন ডিএনবি নিউরোলজি

ডাঃ সিএস আগারওয়াল (নিউরোলজিস্ট)

হাসপাতালঃ স্যার গঙ্গারাম হাসপাতাল
বিশিষ্টতাঃ স্নায়ুবিশেষজ্ঞ
অভিজ্ঞতাঃ সামগ্রিকভাবে 42 বছরের অভিজ্ঞতা
শিক্ষাঃ এমবিবিএস,ডি এন বি – স্নায়ুবিজ্ঞান
ওয়েবসাইট লিংক- https://sgrh.com/departments/neurology/cs-agrawal

ডাঃ মুকুল ভার্মা (নিউরোলজিস্ট)

হাসপাতালঃ ইন্দ্রপ্রস্থ আপোলো হাসপাতাল
বিশিষ্টতাঃ স্নায়ুবিশেষজ্ঞ
অভিজ্ঞতাঃ সামগ্রিকভাবে 28 বছরের অভিজ্ঞতা (বিশেষজ্ঞ হিসাবে 28 বছর)
শিক্ষাঃ এমডি – মেডিসিন, ডিএম – স্নায়ুবিজ্ঞান, এমবিবিএস
ওয়েবসাইট লিংক- https://www.apollo247.com/doctors/dr-mukul-varma

ডাঃ রাজীব আনন্দ (নিউরোলজিস্ট)

হাসপাতালঃ BLK সুপার স্প্যানিশ হাসপাতাল
বিশিষ্টতাঃ স্নায়ুবিশেষজ্ঞ
অভিজ্ঞতাঃ সামগ্রিকভাবে 41 বছরের অভিজ্ঞতা (বিশেষজ্ঞ হিসাবে 31 বছর)
শিক্ষাঃ এমবিবিএস, এমডি – মেডিসিন, ডিএম – স্নায়ুবিজ্ঞান

এছাড়াও বাংলাদেশের নিউরোলজিস্ট ডাক্তার সম্পর্কে যদি আপনারা আর কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের কমেন্ট করে জানাবেন কি জানতে চান এ বিষয়ে। কিংবা এ আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে, সেটাও জানাতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *