সোনার তরী কবিতার MCQ

সোনার তরী কবিতার MCQ

সোনার তরী কবিতা MCQ

আজকে আমরা এই আর্টিকেলে সোনার তরী কবিতার এমসিকিউ নিয়ে আলোচনা করব। 

সোনার তরী কবিতাটি লিখেছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রথম প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “মানসী-সোনার তরী পর্ব”- এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। 

সোনার তরী কবিতার mcq গুলো জেনে নিন

১. রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয় কত বছর বয়সে?

উত্তর: ১৫ বছর বয়সে

২. সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত হয়?

উত্তর: মাত্রাবৃত্ত ছন্দে

৩. “খরপরশা” শব্দের অর্থ কি?

উত্তর: শানিত বা ধারালো বর্শা।

৪. সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে?

উত্তর: বর্ষা ঋতু 

৫. কবিতায় কৃষক সোনার ধান নিয়ে কোথায় বসে আছেন?

উত্তর: কূলে।

৬. ক্ষুরধারা শব্দের অর্থ কি?

উত্তর: ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত।

৭. সোনার তরী কবিতায় পূর্ণ পর্ব কয় মাত্রার?

উত্তর: ৮ মাত্রার।

৮. শূন্য শব্দটি মাত্রাবৃত্ত ছন্দে কয় মাত্রা?

উত্তর: ৩ মাত্রা।

৯. সোনার তরী কবিতায় অপ্রাপ্তির বেদনা নিয়ে কে পড়ে থাকে?

উত্তর: কৃষক

১০. সোনার তরী কবিতায় তরী শব্দটি কয়বার উল্লেখ আছে? 

উত্তর: ৪ বার 

সোনার তরী কবিতার mcq

১১. সোনার তরী কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়? 

উত্তর: ২ টি

১২. কে গান গেয়ে আসে?

উত্তর: মাঝি

১৩. কৃষক মাঝিকে কূলে এসে কি নিতে বলে?

উত্তর: সোনার ধান

১৪. কবিতায় বাঁকা জল কিসের প্রতীক?

উত্তর: কালস্রোতের প্রতীক

১৫. কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের কবিতা? 

উত্তর: সোনার তরী

১৬. সোনার তরী কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে? 

উত্তর: সোনার তরী কবিতায় বর্ষা ঋতুর উল্লেখ রয়েছে।

১৭. ক্ষুরধারা স্রোতের নদী কেমন?

উত্তর: ক্ষুরধারা স্রোতের নদী জলে ভরা হয়।

১৮. কবি যেখানে আছেন, সেখানে কয়েকখানি ছোট ক্ষেত আছে? 

উত্তর: কবি যেখানে আছেন, সেখানে একখানি ছোট ক্ষেত আছে। 

১৯. “পরপারে দেখি আঁকা”_ এখানে “পরপারে” দ্বারা কি বোঝানো হয়েছে? 

উত্তর: “পরপারে দেখি আঁকা”_এখানে “পরপারে” দ্বারা নদীর অপর পাড়কে বোঝানো হয়েছে।

২০. কবির চারদিকে যে জলের খেলা, তার গতিপথ কীরূপ? 

উত্তর: কবির চারদিকে যে জলের খেলা, তার গতিপথ বক্র।


সোনার তরী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

২১. সোনার তরী কবিতাটি দিনের কোন সময়ের বর্ণনা?

উত্তর: সোনার তরী কবিতা দিনের প্রথম সময়ের বর্ণনা

২২. সোনার তরী কবিতায় যে গান গায় তার পেশা কি?

উত্তর: সোনার তরী কবিতায় যে গান গায় তার পেশা মাঝিগিরি

২৩. “দেখে যেন মনে হয় চিনি উহারে”_এখানে কি প্রকাশ পায়?

উত্তর:”দেখে যেন মনে হয় চিনি উহারে” এখানে সন্দেহ প্রকাশ পায়।

২৪. “সোনার তরী” কবিতা অনুসারে কবি কোন চরিত্রের প্রতিনিধি? 

উত্তর: “সোনার তরী” কবিতা অনুসারে কবি কৃষক চরিত্রের প্রতিনিধি।

২৫. সোনার তরী কবিতায় নদীর তীরে কবি কিভাবে পড়ে থাকলেন?

উত্তর: সোনার তরী কবিতায় নদীর তীরে কবি শূন্য হয়ে পড়ে থাকলেন।

২৬. সোনার তরী কবিতা ধান কাটার সময় কতজন লোক উপস্থিত ছিল?

উত্তর: একজন

সোনার তরী কবিতার MCQ (PDF) উত্তরসহ

২৭. সোনার তরী কবিতায় মেঘ গর্জন করেছে কোথায়?

উত্তর: সমস্ত আকাশ জুড়ে

২৮. সোনার তরী কবিতায় মাঝি কিভাবে আসে?

উত্তর: গান গেয়ে

২৯. কৃষকের ফসল কে নিয়ে যায়?

উত্তর: সোনার তরী

৩০. ধানকাটা শেষ হলে কৃষক কি করে?

উত্তর: নদী পার হওয়ার অপেক্ষায় থাকে

সোনার তরী কবিতার mcq

৩১. সোনার তরী নৌকার মাঝিকে দেখে কৃষকের কি মনে হয়েছিল?

উত্তর: চেনা

৩২. “এখন আমারে লহো করুনা করে”_ সোনার তরী কবিতায় আমারে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

উত্তর: কৃষককে

৩৩. কৃষক মাঝিকে অনুরোধ করেছে-

উত্তর: সোনার ধান নিয়ে যেতে

৩৪. সোনার তরী কবিতার ঢেউগুলো-

উত্তর: পাড় ভাঙ্গে

৩৫. “সোনার তরী” কবিতায় তাকে “ওগো” বলে সম্বোধন করা হয়েছে?

উত্তর: মাঝিকে

৩৬. ভরসা শব্দের অর্থ কি?

উত্তর: আশা

৩৭. সোনার তরী কবিতায় “মসীমাখা” ব্যবহার হয়েছে কোন বিষয়ে বোঝানোর জন্য?

উত্তর: বর্ষার গ্রাম্য প্রকৃতি ও মানব জীবন

৩৮. সোনার তরী কবিতায় কেন কৃষকের ভরসা নেই?

উত্তর: নিজে নিজের ভাগ্য সম্পর্কে জানা যায় না।

৩৯: সোনার তরী কবিতায় জীবনের কোন দার্শনিকতা ফুটে উঠেছে?

উত্তর: কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে

৪০. সোনার তরী কবিতায় বৃষ্টি শুরু হয়েছে কখন?

উত্তর: ধান কাটতে কাটতে

সোনার তরী কবিতার mcq

৪১: সোনার তরী কবিতায় গ্রামের অবস্থা কেমন ছিল?

উত্তর: মেঘে ঢাকা

৪২. কৃষক মাঝিকে  দেখে কেন আনন্দিত হয়?

উত্তর: চেনা চেনা মনে হওয়ার জন্য

৪৩. সোনার তরী কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়?

উত্তর: দুইটি

৪৪. কবি কোথায় মাঝিকে যাওয়ার কথা বলেছেন?

উত্তর: তার কাছে

৪৫. কোন বিষয়টি সোনার তরী কবিতায় ফুটে উঠেছে?

উত্তর: মানুষের একাকীত্ব

আপনারা উপরোক্ত MCQ গুলো পড়লে আশা করা যায় পরীক্ষায় কমন পাবেন। সোনার তরী কবিতাটি আপনাদের জন্য গুরুত্তপূর্ণ তাই মন দিয়ে কবিতার প্রতিটা লাইন পড়বেন। এবং বিগতবছর বোর্ডে যেই কোয়েশ্চন এসে গেছে সেইগুলো দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *